সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ ও সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী

প্রকাশিত: ৯:৩৬ পূর্বাহ্ণ, জানুয়ারি ১৩, ২০২৩

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি অশোক পুরকায়স্থ ও সম্পাদক গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক | সিলেট, ১৩ জানুয়ারি ২০২৩ : সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২০২৩ সম্পন্ন হয়েছে।
এতে এডভোকেট অশোক পুরকায়স্থ সভাপতি ও গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
আজ শুক্রবার (১৩ জানুয়ারি ২০২৩) ভোর ৬টায় এ ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আক্তার উদ্দিন আহমদ এডভোকেট। এসময় তাহাকে নির্বাচনের ফলাফল ঘোষণায় সহযোগিতা করেন সহকারি নির্বাচন কমিশনার মোহাম্মদ সেলিম মিয়া এডভোকেট ও মোহাম্মদ আব্দুল মুকিত এডভোকেট।
বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সিলেট জেলা আইনজীবী সমিতির ২ নম্বর হলের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এবারের বার্ষিক নির্বাচনে ২৪টি পদের বিপরীতে প্রতিদ্বন্দিতা করছেন ৪৮ জন আইনজীবী প্রার্থী। এতে সমিতির ১৭ ’শ ৩৩ ভোটারের মধ্যে ১৪ ’শ ৩৮ জন আইনজীবী ভোটার তাহাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী অশোক পুরকায়স্থ এডভোকেট ৬২৩ ভোট পেয়ে সভাপতি এবং গোলাম ইয়াহ-ইয়া চৌধুরী (সুহেল) এডভোকেট ৯১৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
মো. কামাল হোসেন এডভোকেট সহ-সভাপতি-১, মো. আব্দুর রহিম এডভোকেট সহ-সভাপতি-২, মো. সলমান উদ্দিন এডভোকেট যুগ্ম সম্পাদক-১, মোহাম্মদ সাইফুর রহমান এডভোকেট যুগ্ম সম্পাদক-২ , মো. মতিউর রহমান এডভোকেট সমাজ বিষয়ক সম্পাদক, রঞ্জু দেবনাথ এডভোকেট লাইব্রেরী সম্পাদক , মো. আব্দুর রহমান চৌধুরী এডভোকেট প্রধান নির্বাচন কমিশনার, নাদিম রহমান এডভোকেট, মোহাম্মদ তোফায়েল আহমদ এডভোকেট ও এ.এইচ.এম. ওয়াসিম এডভোকেট সহ-সম্পাদক (বেসরকারীভাবে) নির্বাচিত হয়েছেন এবং মো. তানভির আহমেদ এডভোকেট সহ-সমাজ বিষয়ক সম্পাদক এবং মো. আল আসলাম মুমিন এডভোকেট ও সজল চন্দ্র পাল এডভোকেট সহকারী নির্বাচন কমিশনার নির্বাচিত হয়েছেন।
এছাড়াও সমিতির কার্যনির্বাহী কমিটির ১১টি সদস্য পদে মো. আখতার হোসেন খান এডভোকেট , রাজ উদ্দিন এডভোকেট , আব্দুল মান্নান চৌধুরী এডভোকেট, মো. আখতার বক্স (জাহাঙ্গীর) এডভোকেট, মো. আব্দুল মালিক এডভোকেট, মো. আব্দুল ওদুদ এডভোকেট, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন) এডভোকেট, নোমান মাহমুদ এডভোকেট, আশিক উদ্দিন আশুক এডভোকেট, এমাদ উদ্দিন এডভোকেট ও আবু মোহাম্মদ আসাদ এডভোকেট বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন।
দিনব্যাপী উৎসব মুখর পরিবেশে সিলেট জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশনের পক্ষ থেকে আইনজীবীদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code