বঙ্গবন্ধু ডিজিটাল ভার্সিটিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু

প্রকাশিত: ৫:০০ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২৩

বঙ্গবন্ধু ডিজিটাল ভার্সিটিতে ২০২১-২২ শিক্ষাবর্ষের ক্লাস শুরু

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৫ জানুয়ারি ২০২৩ : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটিতে ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ক্লাস শুরু হয়েছে।
ক্লাস শুরুর প্রথম দিন সকালে ইন্টারনেট অব থিংস (আইওটি) এবং আইসিটি ইন এডুকেশন (আইসিটিই) প্রোগ্রামের নবীন শিক্ষার্থীদের বরণ ফুল দিয়ে বরণ করে নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম, উপ- উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মাহবুবুল আলম জোয়ার্দার এবং ট্রেজারার অধ্যাপক ড.মো.আনোয়ার হোসেন।
এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ মাহফুজুল ইসলাম বলেন, আগামী চার বছরের মধ্যে বিডিইউ’কে বাংলাদেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয় হিসেবে পরিণত করতে চাই। এজন্য আন্তর্জাতিকভাবে স্বীকৃত সেরা বিশ্ববিদ্যালয়গুলো যে পদ্ধতিতে পরিচালিত হয় তা শিগগিরই বিডিইউতে অন্তর্ভুক্ত করা হবে।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code