চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ শতাংশ

প্রকাশিত: ১২:১২ অপরাহ্ণ, জানুয়ারি ১৭, ২০২৩

চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ৩ শতাংশ

অর্থনৈতিক প্রতিবেদক | বেইজিং (চীন), ১৭ জানুয়ারি ২০২৩ : চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ২০২২ সালে ৩ শতাংশে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (১৭ জানুয়ারি ২০২৩) দেশটির সরকারি উপাত্ত থেকে এ কথা জানা গেছে। খবর এএফপি’র।
চীনে গত ৪০ বছরে প্রবৃদ্ধির এ হার সর্বনিম্ন। মহামারি করোনা ও রিয়েল এস্টেট ব্যবসায় সংকটের কারনে এ পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে করা হচ্ছে।
ন্যাশনাল ব্যুরো অব স্ট্যাটেস্টিক(এনবিএস) বলেছে, চীনা অর্থবছরের চতুর্থাংশে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ২.৯ শতাংশ। তৃতীয়ার্ধে ছিল ৩.৯ শতাংশ।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনে করোনা মহামারীর কারনে কড়া বিধিনিষেধে অর্থনৈতিক কর্মকান্ড হ্রাস এবং বৈশ্বিক চাহিদা কমে যাওয়ায় রপ্তানী আয় নিম্নমুখী হয়ে পড়ে।
চীনে ১৯৭৬ সালে কমরেড মাও সেতুংয়ের মৃত্যুর বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হয়েছিল ১.৬ শতাংশ। মঙ্গলবারের তথ্য অনুযায়ী এর পর এ প্রথম এতো কম প্রবৃদ্ধি ঘটে দেশটিতে।
তবে আশার বাণী শুনিয়েছেন অক্সফোর্ড ইকোনমিক্সের সিনিয়র অথর্নীতিবিদ লুইজ লু। তিনি বলেছেন, সুখবর হলো বর্তমানে স্থিতিশলীতার আভাস মিলছে। অবকাঠামো বিনিয়োগ ও ঋণপ্রবৃদ্ধিতে তুলনামূলক স্থিতিশলীতার আভাস দেখা যাচ্ছে।
এদিকে বিশ্বব্যাংকও ঘোষণা করেছে চীনের ডিজিপি ২০২৩ সালে ৪.৩ শতাংশে ফিরে যাবে।

এ সংক্রান্ত আরও সংবাদ