সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৩ অপরাহ্ণ, জুলাই ৯, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | মৌলভীবাজার, ০৯ জুলাই ২০২৩ : মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীন বাংলাদেশের অন্যতম স্বপ্নদ্রষ্টা, নিউক্লিয়াসের পুরোধা ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)-এর প্রতিষ্ঠাতা সিরাজুল আলম খান (দাদাভাই)-এর স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৯ জুলাই ২০২৩) বিকেলে বাংলাদেশ জাসদের মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার পৌর মিলনায়তনে বাংলাদেশ জাসদ মৌলভীবাজার জেলার সভাপতি আ স ম ছালেহ সোহেলের সভাপতিত্বে ও জেলার যুগ্ম-সম্পাদক হাসান আহমদ রাজার সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণসভায় বক্তব্য দেন ‘৯০-এর গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান; ১৪ দফা চেতনা পরিষদের কেন্দ্রীয় আহবায়ক এড, মুজিবুর রহমান মুজিব, বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য জননেতা গিয়াস উদ্দিন আহমদ, গণফোরামের কেন্দ্রীয় সহসভাপতি এড. শান্তিপদ ঘোষ, সাবেক ছাত্রলীগ নেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব আব্দুল মতিন, বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এড. ময়নূর রহমান মগনু, জেএসডির কেন্দ্রীয় সহসভাপতি আহসান উদ্দিন চৌধুরী সুইট, মৌলভীবাজার কলেজের সাবেক অধ্যক্ষ ড. ফজলুল আলী সুকু, রাজনগর কলেজের সাবেক অধ্যক্ষ রজতকান্তি গোস্বামী, বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জেলা সাধারণ সম্পাদক ময়নূল ইসলাম শামিম , গণফোরাম নেতা ও সাংবাদিক বকশি ইকবাল আহমদ, সাংবাদিক ও লেখক আমিনুর রশিদ বাবর, ব্যবসায়ী নেতা ও সাংবাদিক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, চেতনা পরিষদের নেতা আব্দুর রহিম, সিপিবির (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক জহর লাল দত্ত, বাংলাদেশ জাসদের সদর উপজেলা সভাপতি হারভী হেডেন প্রেন্টিস অপু, সাধারণ সম্পাদক সোহেল সামাদ খান পলাশ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সাধারণ সম্পাদক শিবপ্রসন্ন ভট্রাচার্য শিবন, বাংলাদেশ যুবজোট মৌলভীবাজার জেলার সাধারণ সম্পাদক সৈয়দ কামাল জামান প্রমূখ।
বক্তারা দাদার মুক্তিযুদ্ধ ও রাজনৈতিক জীবনসহ নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
সিরাজুল আলম খান দাদার প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পনের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়।
সভার শুরুতে প্রয়াত সিরাজুল আলম খান (দাদাভাই), যুক্তরাজ্য বাংলাদেশ জাসদের নেতা সৈয়দ এলাহি হক সিলু, বাংলাদেশ জাসদের সাংগঠনিক সম্পাদক হোসেইন আহমদ তফছির, জেলা বাংলাদেশ জাসদ নেতা আনোয়ারুজ্জামান শিল্পীর মাতার স্মরণে দাঁড়িয়ে ১ মিঃ নিরবতা পালনের মাধ্যমে সভা শুরু হয়।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D