সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ), ২১ জুলাই ২০২৩ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জলাবদ্ধ ও অনাবাদী পতিত জমিতে ফসল উৎপাদনের কৌশল নিয়ে কৃষকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জুলাই ২০২৩) দুপুরে টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( সম্প্রসারণ অনুবিভাগ) রবীন্দ্রশ্রী বড়ুয়া।
বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল বশার খায়ের, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম কুমার বিশ্বাস।
অন্যান্যের মধ্যে ভাসমান বেডে সবজি ও মসলা চাষ সম্প্রসারণ এবং জনপ্রিয়করণ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. বিজয় কৃষ্ণ বিশ্বাস, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক শেখ ওয়ালিদুর রহমান হীরা, ইউপি চেয়ারম্যান লাল বাহাদুর বিশ্বাস, মিলিয়া আমিনুল, কৃষক শক্তিপদ কীর্ত্তনীয়া প্রমুখ বক্তব্য রাখেন।
এর আগে সকালে টুঙ্গিপাড়া উপজেলার পুবের বিলের কৃষি, মৎস্য ও প্রানি সম্পদের সমন্বিত চাষাবাদ এলাকা পরিদর্শন করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (সম্প্রসারণ অনুবিভাগ) রবীন্দ্রশ্রী বড়ুয়া। এ সময় কৃষি সম্প্রসারণ, মৎস্য ও প্রাণি সম্পদ অধিদপ্তরের পদস্থ কর্মকর্তা এবং পুবের বিলের কৃষকরা উপস্থিত ছিলেন।
কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ( সম্প্রসারণ অনুবিভাগ) রবীন্দ্রশ্রী বড়ুয়া বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে আমরা টুঙ্গিপাড়া উপজেলার পুবের বিলের জলাবদ্ধ অনাবাদী জমি চাষাবাদের আওতায় এনেছি। এই বিলে এই বছর বোরো ধান উৎপাদিত হয়েছে। এখানে মাছ চাষ করা হয়েছে। বিলে ডালি পদ্ধতিতে সবজি আবাদ করা হয়েছে।
এছাড়াও এই বিলে প্রাণি সম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে হাঁস ছাড়া হয়েছে। এখানে আরো বেশ কিছু প্রকল্প গ্রহণ করা হয়েছে। এর মধ্য দিয়ে পূবের বিল ফসলে সমৃদ্ধ হবে।
এদিন বিকেলে কোটালীপাড়া উপজেলা পরিষদ হলরুমে জলাবদ্ধ, জঙ্গলাকীর্ণ, অনাবাদী পতিত জমিতে ফসল উৎপাদনের কৌশল নিয়ে কৃষকদের সাথে মতবিনিময় সভা করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D