নির্বাচন ভন্ডুল করতে বিএনপি ২০১৪ সালের মতো সন্ত্রাস সহিংসতার পথেই হাঁটছে: মেনন

প্রকাশিত: ২:৩০ অপরাহ্ণ, জুলাই ৩১, ২০২৩

নির্বাচন ভন্ডুল করতে বিএনপি ২০১৪ সালের মতো সন্ত্রাস সহিংসতার পথেই হাঁটছে: মেনন

নিজস্ব প্রতিবেদক | গাজীপুর, ৩১ জুলাই ২০২৩ : ‘নিবাচনকে ভন্ডুল করতে বিএনপি ২০১৪ সালের মত সন্ত্রাস সহিংসতার পথেই হাঁটছে। এক্ষেত্রে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের রেজিম চেঞ্জের কৌশলের হাতিয়ার হিসাবে কাজ করছে। তবে অতীতের মত এবারও তারা পরাভূত হবে। বাংলাদেশের জনগণ তাদের ভোটাধিকার রক্ষা করে যথাসময়ে শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করবে।’
১৪ দলীয় জোটের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও বর্ষীয়ান বামপন্থী নেতা কমরেড রাশেদ খান মেনন এমপি এসব কথা বলেন।

আজ সোমবার (৩১ জুলাই ২০২৩) গাজীপুর জেলার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির বর্ধিতসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।

কমরেড মেনন বলেন, গত কয়েকদিনের ঘটনা প্রমাণ করেছে বিএনপির আন্দোলনে মানুষ সাড়া দেয় নাই। জনগণ- শান্তি ও উন্নয়নের পক্ষে। অতীতে যেমন রায় দিয়েছেন, এবারও দেবেন।


ওয়ার্কার্স পার্টির গাজীপুর জেলার সভাপতি আবদুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত বর্ধিত সভায় জেলার ভারপ্রাপ্ত সম্পাদক মামুন হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোক্তার, নাজমুল হাসান, অহিদুজ্জামান গোলাপ, আজগর আলী, সাইদুল ইসলাম প্রমুখ।

এ সংক্রান্ত আরও সংবাদ