জাতীয় শোক দিবসে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলি

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, আগস্ট ১৫, ২০২৩

জাতীয় শোক দিবসে ওয়ার্কার্স পার্টির শ্রদ্ধাঞ্জলি

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৫ আগস্ট ২০২৩ : জাতীয় শোক দিবসে স্বাধীনতার মহান স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম প্রয়াণ দিবসে ধানমন্ডি ৩২ নম্বরে স্থাপিত প্রতিকৃতিতে আজ মঙ্গলবার (১৫ আগস্ট ২০২৩) সকাল ৮টায় ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড কামরূল আহসানের নেতৃতে শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড কমরেড আবুল হোসাইন, কমরেড আমিরুল হক আমিন, কমরেড মোস্তফা আলমগীর রতন, কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমরেড কিশোর রায়, সদস্য কমরেড কাজী আনোয়ারুল ইসলাম টিপু, কমরেড শিউলি সিকদার, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, সদস্য কমরেড মোঃ তৌহিদ, কমরেড জাহাঙ্গীর আলম ফজলু, যুবনেতা কায়সার আলম, মুক্তার হোসেন নাহিদ, মানোয়ার হোসেন, মনোজ বাড়ৈ, মাইনুদ্দিন হাসান রাসেল প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এক মিনিট নিরবতা পালন করা হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ