সৎ ও সাহসী সাংবাদিকতার পথিকৃত ছিলেন আবদুস সালাম: আলোচনা সভায় বক্তারা

প্রকাশিত: ১০:০০ অপরাহ্ণ, আগস্ট ২৬, ২০২৩

সৎ ও সাহসী সাংবাদিকতার পথিকৃত ছিলেন আবদুস সালাম: আলোচনা সভায় বক্তারা

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৬ আগস্ট ২০২৩ : দি বাংলাদেশ অবজারভারের সাবেক সম্পাদক মরহুম আবদুস সালাম ছিলেন অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে সৎ ও সাহসী সাংবাদিকতার পথিকৃত।
শনিবার (২৬ আগস্ট ২০২৩) জাতীয় প্রেসক্লাবে সম্পাদক মরহুম আবদুস সালামের ১১৩তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা একথা বলেন।
দি ডেইলি অবজারভার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক।
সভায় জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাবেক সভাপতি শওকত মাহমুদ, যুগান্তর সম্পাদক সাইফুল আলম, প্রেস ইনস্টিটিউটের সাবেক মহাপরিচালক ড. আব্দুল হাই সিদ্দিক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কাজী রফিক, আবদুস সালামের মেয়ে ও সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদের সভাপতি রেহানা সালাম ও নাতনী মরিয়ম সুলতানা, ঢাকাস্থ ফেনী সাংবাদিক ফোরামের সভাপতি তানভীর আলাদিন, আইনজীবী শহিদুল্লাহ মজুমদার, অধ্যাপক ড. শহীদ মঞ্জুর হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।
সভা সঞ্চালনা করেন- সাংবাদিক আবদুস সালাম স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সহযোগী সম্পাদক লোটন একরাম।

এ সংক্রান্ত আরও সংবাদ