সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২৩
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৯ আগস্ট ২০২৩ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরোর সভা সাম্রাজ্যবাদী অপতৎপরতা, চরম দক্ষিণপন্থী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং দ্রব্যমূল্যের উর্ধগতি রোধ, বাজার সিন্ডিকেট ভেঙে দিতে ‘রুখো আমেরিকা, রুখো বিএনপি-জামাত’ এই শ্লোগানে আগামী ১৫-৩০ সেপ্টেম্বর ২০২৩ আন্দোলনের প্রচার পক্ষ পালনের কর্মসূচির ঘোষণা করেছে।
হত্যা-হামলা-খুন-অপহরণ, বিশেষ করে শিশু-নারী নির্যাতনের বিরুদ্ধে একইসঙ্গে রুখে দাঁড়ানোর আহবান জানিয়েছে।
ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সভায় গৃহীত এই কর্মসূচি ১৫-২২ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত ইউনিয়ন/ওয়ার্ড পর্যায়ে ২৩-২৯ সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত উপজেলা/থানা পর্যায়ে ও ৩০ সেপ্টেম্বর ২০২৩ তারিখ সমস্ত জেলায় একইসাথে প্রচারপত্রবিলি, সমাবেশ বিক্ষোভ ও লাল পতাকা মিছিল অনুষ্ঠিত হবে। প্রতিটি ইউনিট তাদের স্ব স্ব এলাকার জরুরী দাবিসমূহ এর সাথে যুক্ত করে সামনে আনবেন। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এ সকল কর্মসূচিতে অংশ নেবেন।
ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত ২৭ আগস্টের পলিটব্যুরোর সভায় আলোচনায় অংশ নেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরার সদস্যবৃন্দ কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড নুর আহমদ বকুল, কমরেড কামরূল আহসান, কমরেড আমিনুল ইসলাম গোলাপ, কমরেড মুস্তফা লুৎফুল্লাহ, কমরেড অধ্যাপক নজরুল ইসলাম হক্কানী, কমরেড হাজী বশিরুল আলম, কমরেড অধ্যাপক নজরুল হক নীলু, কমরেড আলী আহমেদ এনামুল হক এমরান প্রমুখ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D