সিলেট ৩১শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:৫৬ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২৩
সংখ্যাগুরু বা সংখ্যালঘু হওয়া আসলে বড় বিষয় নয়। উন্নত মেধাবীরা চিরদিনই সংখ্যালঘু। তবুও তারাই সভ্যতার নেতৃত্ব দেয়; সমাজের নেতৃত্ব দেয়। হাতি গায়ে-গতরে বিশাল এবং অনেক শক্তিশালী। কিন্তু তার পিঠে চড়ে বেড়ায় ক্ষুদ্র দেহের মানুষ। কারণ হল মস্তিষ্ক; মানব মস্তিষ্ক। একশো ভেড়ার পালকে দাবড়িয়ে নিয়ে বেড়ায় একজন মাত্র রাখাল। কারণ মানব মস্তিষ্ক। মস্তিষ্কহীন, মুর্খ, অন্ধ, অনুভূতিকাতর ও পশ্চাৎপদ চিন্তার ধর্মছাগলদের লেজ পৃথিবী জুড়ে নাড়িয়ে বেড়াচ্ছে তারাই, যারা মেধায় ও প্রযুক্তিতে এগিয়ে। সংখ্যায় বহু হয়েও যারা আত্মঘাতি ও পশ্চাৎপদ হয় তারা টিকতে পারে না, টিকবে না।
সামনের কয়েক দশকে পৃথিবীর ইতিহাস হবে অন্য রকম। কিছু কিছু জাতি ও জনগোষ্ঠী আবারও বিপর্যয়ের কবলে পড়ার সম্ভাবনা আছে। যোগ্যরাই টিকবে এবং এগিয়ে যাবে।
জ্ঞানবিজ্ঞানে, সংস্কৃতি চর্চায় ও সমাজ চেতনায় উন্নত হও বাঙালি। ধর্ম-ধর্ম খেলা বন্ধ কর। রাজনীতিকে ধর্মমুক্ত এবং ধর্মকে রাজনীতিমুক্ত কর। ধর্ম নিয়ে বাড়াবাড়ি বড় সমস্যা। একটার প্রতিক্রিয়ায় আরেকটা হয়। প্রতিক্রিয়ায়-প্রতিক্রিয়ায় আত্মবিনাশ ঘটে।
সবচেয়ে বড় কথা, যদি পিছিয়ে পড়তে না চাও, যদি নিজেদের দুর্বল করতে না চাও, তবে ধর্মের নামে নারীকে সমাজের উপাঙ্গ বানিওনা। তারা সমাজের সম-ক্ষমতা সম্পন্ন অঙ্গ; উপাঙ্গ নয়। নারীদের অধিকারহীন, নির্ভরশীল, দুর্বল ও পুরুষের আশ্রিত বানিয়ে পিছিয়ে রেখোনা। তাহলে গোটা সমাজ ও গোটা জাতি পিছিয়ে পড়বে। পৃথিবীর দিকে তাকিয়ে দেখ, কারা বেশি এগিয়েছে এবং কারা ক্রমশ পিছিয়ে পড়ছে। যারা প্রযুক্তির গতি বুঝবে না, যারা প্রগতির আহ্বানকে ভুল বুঝবে তারাই পিছিয়ে পড়বে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D