সিডিঊসড হওয়া একটি মানসিক দুর্বলতা ও কখনো মানসিক সমস্যা

প্রকাশিত: ১০:০৪ পূর্বাহ্ণ, সেপ্টেম্বর ৭, ২০২৩

সিডিঊসড হওয়া একটি মানসিক দুর্বলতা ও কখনো মানসিক সমস্যা

খান অাসাদ |

প্রলুব্ধ (সিডিঊসড) হওয়া একটি মানসিক দুর্বলতা ও কখনো মানসিক সমস্যা।

মানুষ অনেক ব্যাপারে প্রলুব্ধ হতে পারে। যেমন, সে ঘুষ নিতে প্রলুব্ধ হতে পারে, সে চুরি করতে প্রলুব্ধ হতে পারে, সে কোন নারীর প্রতি প্রলুব্ধ হতে পারে, সে পরকালের সুখের বা ভোগের জন্য প্রলুব্ধ হতে পারে। প্রলুব্ধ হওয়ার সাথে লোভের ও ‘অনৈতিকতার’ একটি সম্পর্ক আছে, যদি না তা যিনি প্রলুব্ধ করতে চান ও যিনি প্রলুব্ধ হন, দুজনেই খেলাচ্ছলে করেন।

মানুষের অনৈতিক লোভ কেন হয়? অভাববোধ থেকে। যে লোকটি ঘুষের জন্য লালায়িত, তাঁর রয়েছে সম্পদের লোভ। যে সহজেই অপরিচিত নারীর (স্বল্পবসনা কিংবা দীর্ঘবসনা) প্রতি প্রলুব্ধ হয়, হতে পারে সে যৌনঅতৃপ্ত, বিকৃতমনা অথবা সেক্সম্যানিয়াক। যে ধার্মিক পরকালের ভোগের প্রতি প্রলুব্ধ হয়ে ধর্মাচার করে, সে কোন আধ্যাত্মিক মানুষ নয়, পরকালে ভোগের লোভ কিংবা শাস্তির ভয়ে সে ধার্মিক।

যারা সহজেই প্রলুব্ধ হয়, তাঁদের ব্যক্তিত্বের, নৈতিকতার ও বুদ্ধিবৃত্তির সমস্যা আছে। এরা লোভের কারণে আর্থিক, যৌন ও সামাজিক অপরাধও করে থাকে। এদের মানসিক স্বাস্থ্যের দিকটিতে খেয়াল রাখা দরকার।

এ সংক্রান্ত আরও সংবাদ