সিলেট ১লা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০১ পূর্বাহ্ণ, নভেম্বর ১৪, ২০২৩
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৪ নভেম্বর ২০২৩ : বাংলাদেশ ঐতিহাসিকভাবে জলবায়ু ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে অন্যতম একটি দেশ। এমতাবস্থায়, জলবায়ু পরিবর্তনের ব্যাপারে ধনী দেশগুলোর হঠকারী আচরণ আমাদেরকে আরো হুমকির মুখে ঠেলে দিচ্ছে। উপরন্তু, আমাদের দেশে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নেওয়ার প্রয়োজন হলেও পরিবেশের বিষয়টি বিবেচনায় না নিয়ে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হচ্ছে যা আমাদের দেশের জলবায়ু, পরিবেশ ও বাস্তুসংস্থানের জন্য চরম হুমকি বয়ে আনছে। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়, দেশের নীতি নির্ধারক, সুশীল সমাজ ও সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে বিভিন্ন জলাবায়ু সংবেদনশীল এলাকাগুলো থেকে স্থানীয় ক্ষতিগ্রস্থ লোকজনদের সাথে নিয়ে একটি সমাবেশের আয়োজন করা হয়েছে। উক্ত আয়োজনে বাংলাদেশের বিভিন্ন এলাকা থেকে আগত স্থানীয় মানুষজন অংশ নিয়ে তাদের বক্তব্য, সমস্যা ও সমাধানের বিষয়টি সরাসরি দেশী-বিদেশী নাগরিক সমাজ ও দেশের নীতি নির্ধারকদের সামনে তুলে ধরবে। উক্ত কর্মসূচী উপলক্ষে আগামীকাল বুধবার (১৫ নভেম্বর ২০২৩) সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
উক্ত সংবাদ সম্মেলন স্থলে উপস্থিত থাকবেন সাবেক তত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও “ক্লাইমেট জাস্টিস অ্যাসেম্বলী–২০২৩”-এর আহ্বায়ক সুলতানা কামাল; ব্রতী’র নির্বাহী পরিচালক ও “ক্লাইমেট জাস্টিস অ্যাসেম্বলী–২০২৩”-এর কনভেনিং কমিটির সদস্য, শারমীন মুরশীদ; বিশিষ্ঠ শিক্ষাবিদ ও “ক্লাইমেট জাস্টিস অ্যাসেম্বলী–২০২৩”-এর কনভেনিং কমিটির সদস্য রাশেদা কে চৌধুরী; “ক্লাইমেট জাস্টিস অ্যাসেম্বলী–২০২৩”-এর কনভেনিং কমিটির সদস্য সচীব ও ওয়াটারকিপার্স বাংলাদেশ-এর সমন্বয়ক শরীফ জামিল; “ক্লাইমেট জাস্টিস অ্যাসেম্বলী–২০২৩” এর কনভেনিং কমিটির সদস্য ও কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী; “ক্লাইমেট জাস্টিস অ্যাসেম্বলী–২০২৩”-এর কনভেনিং কমিটির সদস্য ও সিপিআরডি’র প্রধান নির্বাহী মো. শামসুদ্দোহা, ক্লাইমেট জাস্টিস অ্যাসেম্বলী–২০২৩”-এর কনভেনিং কমিটির সদস্য ও বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জিব দ্রং প্রমূখ।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D