শুধুই নিরবে ভালো বন্ধু হতে পারে যে!

প্রকাশিত: ৮:১৮ পূর্বাহ্ণ, এপ্রিল ২১, ২০২৪

শুধুই নিরবে ভালো বন্ধু হতে পারে যে!

তানিয়া সুলতানা |

মানুষভেদে মানুষের কষ্টগুলো ভিন্ন ভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। কোনো মানুষের জুতা না থাকলে কষ্ট পায়। আবার কারও পা না থাকাও ভীষণ কষ্টকর তার জন্য।

ডাইনিং টেবিলে হাজার রকম খাবার দেখেও কেউ কেউ চ্যাপা শুটকি ভর্তা না পাওয়ার কষ্টে থাকে। আবার কেউ কেউ ভর্তা খাইতে খাইতে মাংস না খাওয়ার কষ্টে থাকে !

সুন্দরী বউ পেলেও কারো কষ্ট! বুয়ার সাথে প্রেম করতে না পেরেও কারো কারো কষ্ট !

কষ্ট যদি কারোর না থাকে, তাও একটা কষ্ট!
হেলাল হাফিজের মত কষ্ট বিক্রির ফেরিওয়ালাও বেরিয়ে পড়ে হরেক রঙের কষ্ট কাঁধে নিয়ে!

কষ্টের কথা না বলতে পারাটা যেমন কষ্টের, বলতে গেলে কখনো কখনো আরও বেশি কষ্টের!

তবে কষ্ট যত চেপে রাখবেন বুকের মধ্যে কষ্টের পাহাড় জমে যাবে। তাই কষ্ট ঝেড়ে ফেলুন। না, কোনো মানুষকে বলে নয়, কোনো বৃক্ষ বেছে নিতে পারেন কষ্ট বলার জন্য।

বিড়াল হতে পারে কষ্ট শোনার শ্রোতা! আমি দেখেছি এদের দুজনকেই বলে। এরা কারো দুর্বলতার কথা শুনে তাকে নিয়ে উপহাস বা সুযোগ নেওয়ার চেষ্টা করে না। তাকে ছোট করে না!

শুধুই নিরবে ভালো বন্ধু হতে পারে।

– তানিয়া সুলতানা

২১ এপ্রিল ২০২৪