চা বাগানে সহিংসতা প্রতিরোধ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক স্টেকহোল্ডার সমন্বয় সভা

প্রকাশিত: ১২:২৪ অপরাহ্ণ, মে ২১, ২০২৪

চা বাগানে সহিংসতা প্রতিরোধ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক স্টেকহোল্ডার সমন্বয় সভা

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২১ মে ২০২৪ : সেবাদানকারী প্রতিষ্ঠান, বিসিএসইউ, নারী চা শ্রমিক ও কিশোরী এবং অন্যান্য অংশীজনের উপস্থিতিতে চা বাগানে জেন্ডার ভিত্তিক সহিংসতা প্রতিরোধ এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক স্টেকহোল্ডার সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২১ মে ২০২৪) সকালে অক্সফ্যাম ইন বাংলাদেশ-এর সহায়তায় এবং ব্রেকিং দ্য সাইলেন্সের উদ্যোগে বাস্তবায়িত আইওয়াশ শীর্ষক প্রকল্পের আওতায় শ্রীমঙ্গলে কমলগঞ্জ এবং মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন সরকারি সেবাদানকারী প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন, চা বাগান নারী চা শ্রমিক ও কিশোরী সংগঠন এবং এবং ইউনিয়ন পরিবার পরিকল্পনা কেন্দ্রের কর্মী এবং চা বাগান হাসপাতাল কর্মী এবং জেলা ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের দায়িত্বরত প্রতিনিধিদের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

ব্রেকিং দ্য সাইলেন্সের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক অফিসের সম্মানিত উপ পরিচালক শাহেদা আকতার।

ব্রেকিং দ্য সাইলেন্সের প্রকল্প সমন্বয়কারী ও অফিস ইনচার্জ পারভেজ কৈরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান এবং বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের অর্থ সম্পাদক পরেশ কালিন্দি।

Manual2 Ad Code

চা বাগানের নারী ও কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ে সেবা প্রদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে, এবং নারী ও কিশোরীদের জেন্ডার ভিত্তিক সহিংসতা হ্রাস করার জন্য চলমান বিভিন্ন প্রশিক্ষন বিষয়ে উপস্থাপনা তুলে ধরেন প্রকল্প সমন্বয়কারি পারভেজ কৈরী।

Manual1 Ad Code

এরপর শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর এবং কমলগঞ্জ উপজেলার ছয়টি চা বাগানের বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা চিহ্নিত করে চা বাগানে উক্ত সমস্যাগুলোর সমাধানের সাথে সম্পর্কিত সংশ্লিষ্ট সরকারি দপ্তর, স্থানীয় সরকার প্রতিনিধি, চা বাগান কর্তৃপক্ষের কাছে তুলে ধরা এবং চা বাগানের জেন্ডার সহিংসতা, যৌন স্বাস্থ্য ও অধিকার বিষয়ে আলোচনা ও পরিকল্পনা নিধারণ করা হয়। একই সাথে ব্রেকিং দ্য সাইলেন্স এর প্রকল্পের কার্যক্রমে সংলিষ্ট দপ্তর থেকে সকল ধরনের সহযোগিতা করার আশ্বাস প্রদান করা হয়।

Manual2 Ad Code

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাতগাওঁ পরিবার পরিকল্পনা কাযালয়ের পরিদর্শক, পরিবার পরিকল্পনা সহকারি মমতা রানী, গিয়াস নগর স্বাস্থ্য কেন্দ্রের পরিকল্পনা সহায়িকা রুপালি পাল, মৌলভী চা বাগান হাসপাতাল এর ইনচার্জ রমজান আলী, কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পরিবার পরিকল্পনা সহায়িকা রুমি রানী পাল এবং চা বাগান হাসপাতাল এর ইনচার্জ শ্যামল কুমার দেব, নারী ও কিশোরী দলের সভাপতি পাপিয়া বাক্তি ও রাধিকা গোয়ালা।

Manual7 Ad Code

অনুষ্ঠানের প্রধান অতিথি মৌলভীবাজারের জেলা মহিলা বিষয়ক অফিসের সম্মানিত উপ পরিচালক শাহেদা আকতার তার বক্তৃতায় শ্রীমঙ্গল, কমলগঞ্জ এবং মৌলভীবাজার সদর উপজেলায় বাস্তবায়িত আইওয়াশ প্রকল্প বাস্তবায়নে সকল ধরনের সহযোগিতার আশ্বাস দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতায় স্বাস্থ্যখাতে প্রয়োজনীয় বরাদ্দের দাবী করে সিনিয়র সাংবাদিক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান বলেন, “প্রজনন স্বাস্থ্য অধিকারের জন্য আরও অন্তর্ভুক্তিমূলক এবং সহায়ক পরিবেশ তৈরি করতে নীতিনির্ধারক, স্বাস্থ্যসেবা প্রদানকারী, শিক্ষাবিদ, সরকারী সংশ্লিষ্ট দপ্তর, রাজনৈতিক দল ও নেতৃত্বের সহযোগিতা প্রয়োজন।”

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code