শ্রীমঙ্গলে এসএমসি’র ব্লু-স্টার প্রোভাইডারদের রিফ্রেশার ট্রেনিং

প্রকাশিত: ৪:৩২ অপরাহ্ণ, জুন ১২, ২০২৪

শ্রীমঙ্গলে এসএমসি’র ব্লু-স্টার প্রোভাইডারদের রিফ্রেশার ট্রেনিং

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১২ জুন ২০২৪ : শ্রীমঙ্গলে সোশ্যাল মার্কেটিং কোম্পানী (এসএমসি)-এর ব্লু-স্টার প্রোভাইডারদের রিফ্রেশার ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে।

অদ্য বুধবার (১২ জুন ২০২৪) শ্রীমঙ্গলের মহসিন অডিটোরিয়ামে দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ দেন এসএমসি’র পিও টিএসডি মো. কামরুল ইসলাম চৌধুরী, এসএমসি’র প্রশিক্ষক (এসআরপিও) মো. মোর্শেদ আলম ও ডা: আজিজ আহমেদ চৌধুরী প্রমুখ।

দৈনিক ডেসটিনি পত্রিকার শ্রীমঙ্গল প্রতিনিধি ডা: রাধাকান্ত দাশ সহ ২০ জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন।