শ্রীমতী সম্পা রানী কপালীর বিয়ে

প্রকাশিত: ১০:৫৪ অপরাহ্ণ, জুলাই ১৫, ২০২৪

শ্রীমতী সম্পা রানী কপালীর বিয়ে

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৫ জুলাই ২০২৪ : শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী শ্রী সুখেন্দ্র কুমার দাশের শ্যালিকা, শ্রী নিপুল কপালী ও শ্রীমতী রুনু রানী কপালীর দ্বিতীয় কন্যা শ্রীমতী সম্পা রানী কপালীর সাথে সিলেটের রায় নগর (দর্জিবন্দ) নিবাসী স্বর্গীয় বরুণ ধর ও শ্রীমতী অঞ্জনা রানী ধরের সন্তান শ্রীমান রাজকুমার ধরের শুভ বিবাহ অনুষ্ঠানে প্রীতিভোজ, দোয়া-আশীর্বাদ ও শুভকামনার মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।

সোমবার (১৫ জুলাই ২০২৪) রাত সাড়ে ৮টায় পর্যন্ত শ্রীমঙ্গলের শাদীমহল কমিউনিটি সেন্টারে এ বিবাহ সম্পন্ন হয়। অগ্নিদেবকে স্বাক্ষী রেখে গায়ত্রী ছন্দে উচ্চারিত বেদমন্ত্র উল্লুধ্বনি আর শঙ্খধ্বনিতে অভিনন্দিত হয় প্রজাপতির আশীর্বাদ।

তাদের শুভ বিবাহ ও প্রীতিভোজ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান, দৈনিক ডেসটিনি’র মৌলভীবাজার প্রতিনিধি রিপন কান্তি ধর রূপক, দৈনিক ডেসটিনি’র শ্রীমঙ্গল প্রতিনিধি ও বলাকা ফার্মেসীর স্বত্বাধিকারী ডা: রাধাকান্ত দাশ, জুড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হুমায়ুন রহমান বাপ্পী সহ আমন্ত্রিত অতিথিরা প্রীতিভোজে অংশ নেন এবং নবদম্পতির জন্য দোয়া-আশীর্বাদ ও শুভকামনা জানিয়েছেন।

এর আগে রোববার (১৪ জুলাই ২০২৪) শ্রীমতী সম্পা রানী কপালীর গায়ে হলুদ সম্পন্ন হয়।

এ সংক্রান্ত আরও সংবাদ