সিলেট ২১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২৪
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২৮ সেপ্টেম্বর ২০২৪ : বিসিক ট্রেনিং ইনস্টিটিউটে (বিটিআই)-এর উদ্যোগে নিজ ব্যবসা শুরুর উপায় শীর্ষক পাঁচদিনের প্রশিক্ষণ কোর্স শুরু হচ্ছে ৬ অক্টোবর থেকে।
ঢাকায় আয়োজিত এ প্রশিক্ষণ কোর্সটি সমাপ্ত হবে ১০ অক্টোবর। জুমঅ্যাপে ভার্চুয়ালি এ কোর্সে অংশগ্রহণের সুযোগ থাকবে।
নিজ ব্যবসা শুরুর উপায় শীর্ষক প্রশিক্ষণ কোর্স
মেয়াদ: ০৬-১০ অক্টোবর, ২০২৪
কোর্সে অন্তর্ভূক্ত বিষয়সমূহ:
¬ উদ্যোক্তার যোগ্যতা নিরূপণের উপায়
¬ যোগ্যতা, দক্ষতা ও পারিপার্শ্বিক পরিবেশ অনুযায়ী লাভজনক শিল্প/ব্যবসা বাছাই পদ্ধতি
¬ বাছাইকৃত শিল্প/ব্যবসার ব্যাংক উপযোগী প্রকল্প প্রস্তাব প্রণয়ন (যা ঋণ প্রাপ্তির ক্ষেত্রে সহায়ক)
¬ শিল্প/ব্যবসার বিপণন, উৎপাদন, ব্যবস্থাপনা ও আর্থিক দিক বিশ্লেষণ
¬ ব্যাংক থেকে ঋণ পাওয়ার পদ্ধতি
¬ শিল্পনীতি ২০২২ অনুযায়ী সরকারি সুযোগ-সুবিধাসমূহ
¬ শিল্প/ব্যবসার লাভ- ক্ষতির হিসাব ও আর্থিক অনুপাতসমূহ
ঋণ সহায়তা: সফলভাবে কোর্স সমাপ্তির পর সম্ভাবনাময় যোগ্য উদ্যোক্তাগণকে ঋণ প্রাপ্তিতে প্রদান করা হবে।
যোগ্যতা ও কাগজ পত্রাদি: ন্যূনতম এইচ.এস.সি, সর্বশেষ সনদপত্রের ফটোকপি ও ১ কপি ছবি।
আবাসন: ইনস্টিটিউটের নিজস্ব ডরমিটরিতে স্বল্প খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা আছে।
প্রশিক্ষণের স্থান: প্লট-২৪/এ, রোড-১৩/এ, সেক্টর-৬, স্কিটি, বিসিক, উত্তরা, ঢাকা
কোর্স ফি প্রদানের বিকাশ নম্বর : ০১৬৮৬-৩৯৫৪৫৯, ০১৭১০-০১৩১৬১
যোগাযোগ:
কোর্স পরিচালক :- মুহাম্মদ আজাদ হোসেন, ০১৭০৭-৫১১৬৮৫, ৪৮৯৬১৯৪৮ (অ)
কোর্স সমন্বয়কারী: মোঃ জুবায়ের ইসলাম, ০১৬৮৬-৩৯৫৪৫৯,
মুনিরা মান্নান, সহযোগী অনুষদ সদস্য, ০১৫৩৪-২৭৮১৫৫
জোনায়েত হোসেন, সহকারী অনুষদ সদস্য, ০১৭১০-০১৩১৬১
Facebook: https://www.facebook.com/scitibscicgovbd/
আবাসন: ইনস্টিটিউটের নিজস্ব ডরমিটরীতে স্বল্প খরচে থাকা-খাওয়ার ব্যবস্থা আছে
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D