স্বাধীনতা যুদ্ধের বিজয় আমাদের সুযোগ করে দিয়েছে নিজের ভাগ্য গড়ার: মো. ইসলাম উদ্দিন

প্রকাশিত: ৩:৫৩ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২৪

স্বাধীনতা যুদ্ধের বিজয় আমাদের সুযোগ করে দিয়েছে নিজের ভাগ্য গড়ার: মো. ইসলাম উদ্দিন

Manual6 Ad Code
শ্রীমঙ্গলে মহান বিজয় দিবস উদযাপিত

 

মো. আফজল হোসেইন, বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৬ ডিসেম্বর ২০২৪ : শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. ইসলাম উদ্দিন বলেন, “এ দিনেই আমরা গৌরবময় বিজয় অর্জন করেছিলাম। স্বপরিচয়ে মাথা তুলে বিশ্বের দরবারে দাঁড়াবার সুযোগ পেয়েছিলাম। রক্তনদীর উজান বেয়ে এসেছে স্বাধীনতা। স্বাধীনতা যুদ্ধের বিজয় আমাদের সুযোগ করে দিয়েছে নিজের ভাগ্য নিজে গড়ার। স্বাধীনভাবে বাঁচার অধিকার নিয়ে যুদ্ধবিধ্বস্ত আমাদের দেশ পুর্নগঠনের সুযোগ পেয়েছিলাম আমরা এ বিজয়ের মাধ্যমে। জাতির কাছে প্রতিবছর বিশেষ মর্যাদা নিয়ে এসে হাজির হয় বিজয় দিবস। আমাদের মনে রাখতে হবে যে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা কঠিন। বিজয় দিবসে আমাদের শপথ হওয়া উচিত, যেকোনো মূল্যে হোক আমরা আমাদের দেশের স্বাধীনতা -সার্বভৌমত্বকে অক্ষুণ্ন রাখবো। সুখী ও সমৃদ্ধিশালী বাংলাদেশ গঠন করতে পারলেই বিজয় দিবসকে অর্থবহ করে তোলা সম্ভব হবে।”
সোমবার (১৬ ডিসেম্বর ২০২৪) নানান কর্মসূচীর মধ্যে দিয়ে শ্রীমঙ্গলে মহান বিজয় উদযাপন করা হয়। এতে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual7 Ad Code

দিনব্যাপী কর্মসূচীর মধ্যে দিয়ে শ্রীমঙ্গলে মহান বিজয় দিবস উদযাপন করা হয়। দিনব্যাপী কর্মসূচীর মধ্যে ছিল আলোচনা সভা, বিজয় মেলা, ছাত্র -ছাত্রীদের অংশগ্রহণে খেলাধুলা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, স্বরচিত কবিতা পাঠের আসর, সংগীতানুষ্ঠান, রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

Manual3 Ad Code

প্রথম প্রহরে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে বিজয় দিবসের আনুষ্ঠানিকতা শুরু করেন। এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণ চমৎকারভাবে সজ্জিত করা হয়। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সালাউদ্দিন বিশ্বাস, অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তাবৃন্দ, গণ্যমান্যব্যক্তিবর্গ, শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকগণ।

বেলা সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভায় মিলিত হন।আলোচনা সভায় উপস্থিত সকলে নিজ নিজ পরিচয় তুলে ধরেন।

Manual4 Ad Code

এছাড়াও উপজেলা পরিষদ প্রাঙ্গণে বিজয় মেলার বিভিন্ন সরকারি -বেসরকারি সেবা দানকারী ১০টি স্টল বসানো হয়। স্টলগুলোতে স্থানীয় উৎপাদিত সবজি, হরেক রকম পিঠা ,হস্ত্য শিল্প, চিত্রকর্ম প্রদর্শন করা হয়।

Manual7 Ad Code

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসলাম উদ্দিন ঘুরে ঘুরে মেলা পরিদর্শন করেন। সবশেষে খেলাধুলা ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন তিনি।

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code