সিলেট ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৫২ পূর্বাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২৪
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৪ ডিসেম্বর ২০২৪ : যুগটা ইলেকট্রনিক সাংবাদিকতার। অনেক কিছুই বদলে গেছে। কিন্তু সব কিছু বদলে যায়নি। যায় না। সাংবাদিকতার মূলত সে ‘না বদলে যাওয়া বিষয়গুলাে’ নিয়েই এই বই। যারা ইলেকট্রনিক সাংবাদিকতায় আসতে চান, তাদেরও প্রয়ােজন রয়েছে সাংবাদিকতার সেই ‘না বদলে যাওয়া বিষয়গুলাে’ ভালাে করে জানার। শুরু থেকে শুরু করাটা সুষ্ঠুভাবে বেড়ে ওঠার জন্য জরুরি। অনেক বড় হতে চাইলে ভিত্তিমূলটা শক্ত হওয়া চাই-ই-চাই। এই বইটি সেই বুনিয়াদ নির্মাণে সাহস যােগাতে পারে।
.
বই : সাংবাদিকতা
সম্পাদনা : আর রাজী
পৃষ্ঠা : ৩৮২
মূদ্রিত মূল্য : ৬০০ টাকা
.
সাংবাদিকতায় আগ্রহী? কাজ করতে চান। কোনাে দৈনিক অথবা সাপ্তাহিক পত্রিকায়? কিন্তু কীভাবে পত্রিকার সঙ্গে যুক্ত হবেন সে বিষয়ে ধারণা নেই! তাহলে সাহায্য নিন ‘সংবাদ ও সাংবাদিকতা’ বইটির।
পত্রিকা থেকে বলেছে সিভি পাঠাতে, কিন্তু আপনি বিপাকে পড়েছেন সিভি লিখতে গিয়ে! আপনার জানা নেই কীভাবে আধুনিক সিভি লিখতে হয়। সহজে সিভি লেখার নিয়ম-কানুন শিখে ফেলুন ‘সংবাদ ও সাংবাদিকতা’ বই থেকে।
নতুন সাংবাদিকতা শুরু করেছেন। ঘটনাস্থল থেকে তথ্য সংগ্রহ করে সংবাদ লিখতে বসেছেন। তবে সংবাদটা ঠিক কেমন করে লিখলে ভালাে হতাে বুঝে উঠতে পারছেন না। তাহলে আপনার জন্যেই ‘সংবাদ ও সাংবাদিকতা’ বইটি।
অনলাইন সাংবাদিক হবার ইচ্ছা? অনলাইন সাংবাদিক হতে হলে কী কী যােগ্যতা থাকা দরকার তা কি জানেন? অনলাইন সাংবাদিকতার সব কলাকৌশল জানতে হাতের কাছে রাখতে পারেন ‘সংবাদ ও সাংবাদিকতা’ বইটি।
ফিচার নিউজ, ফটো নিউজ, ক্রাইম নিউজ, ইনভেস্টিগেটিভ নিউজ, এক্সক্লুসিভ নিউজ, ডেইলি নিউজসহ সবধরনের নিউজ লেখার নিয়মনীতি, টেলিভিশন সাংবাদিকতা, মফস্বল সাংবাদিকতা, সাংবাদিকতার নীতিমালা ও পরিভাষাসহ কর্মক্ষেত্রের প্রয়ােজনীয় বহু বিষয় সন্নিবেশিত হয়েছে ‘সংবাদ ও সাংবাদিকতা’ বইটিতে।
.
বই : সংবাদ ও সাংবাদিকতা
সম্পাদনা : খালিদ হাসান বিন শহীদ
পৃষ্ঠা : ২৪০
মূদ্রিত মূল্য : ৩০০ টাকা
.
প্যাকেজের মুদ্রিত মূল্য : ৯০০ টাকা
প্যাকেজের বিক্রয় মূল্য : ৭৯০ টাকা
.
বইগুলো অর্ডার করতে আপনার নাম, ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে আমাদের মেসেজ করুন।
.
যেকোন প্রয়োজনে কল করুন : 01729-011588
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি