সিলেট ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:১০ পূর্বাহ্ণ, জানুয়ারি ১২, ২০২৫
আমিনা তাবাসসুম | ঢাকা, ১২ জানুয়ারি ২০২৫ : মার্কিন কথা সাহিত্যিক রবিন কারের লেখা ‘ভারজিন রিভারের’ বাংলা রূপান্তর বন্যা হোসেন কর্তৃক অনুদিত “মাইনি নদীর বাঁকে” গতবছর প্রকাশিত হয়।
বন্যা হোসেনের উপন্যাস “মাইনি নদীর বাঁকে”
কাহিনী সংক্ষেপ (বইয়ের ফ্ল্যাপ থেকে):
লস এঞ্জেলসের ব্যস্ততম হাসপাতালের গাইনী বিভাগের নার্স মেধা ক্ষত বিক্ষত মন নিয়ে খাগড়াছড়ি জেলার দিঘিনালায় রোকেয়া বেগমের আহবানে সেখানকার স্বাস্থ্যসদনে চাকরি করতে চলে আসে । প্রত্যাশিত মায়াবী এক দেড়তলা বাসভবনের বদলে সেখানে দাঁড়িয়ে ছিল ভঙুর বারান্দার একাংশ নিয়ে পরিত্যক্ত একটি বাড়ি এবং ভারী বিরক্ত এক ডাক্তার। মেধা কিছুতেই থাকবে না কিন্তু কয়েক ঘন্টা আগে ভূমিষ্ঠ হওয়া পরিত্যক্ত মানবশিশু তিতলিকে কি করে ফেলে চলে যায়?
নিজের জীবন নিয়ে হতাশায় নিমজ্জিত মেধা একের পর এক ঘটনায় জড়িয়ে পড়ে। ফিরে যাওয়ার ইচ্ছে ক্ষীণ থেকে ক্ষীণতর হতে থাকে। সব যেন পাকে পাকে আকঁড়ে ধরছে তাকে। পাহাড়ের গহীনে লুকিয়ে থাকা মানুষের জন্য তার অন্তর কাঁদে। দিঘিনালা ত্যাগ করবে হৃদয়ের অমোঘ আকর্ষণ উপেক্ষা করে? শ্বেতার কাছে যাবে নাকি লস এঞ্জেলসে?
এই উপন্যাসটিতে মিলবে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি দিঘিনালা, মেরুং, সাজেক উপত্যকায় বেড়িয়ে আসবার সুযোগ। বর্ণনার সারল্য আর কাহিনীর চমতকারিত্বে সবুজ পাহাড় আর মেঘের ভেলায় ভেসে বেড়ানো এক উপরি পাওনা। বাস্তব আর কল্পনার মিশেলে মন ভালো করে দেয়া উপন্যাস যার পরতে পরতে রহস্যের ছোঁয়া আর অত্যাশ্চর্য ঘটনার সংমিশ্রণ।
মাইনী নদীর বাঁকে আমেরিকান ঔপন্যাসিক রবিন কারের লেখা ‘ভারজিন রিভারের’ বাংলা রূপান্তর।
বইটি রকমারি থেকে অর্ডার করা যাবে:
https://www.rokomari.com/book/194601/mainee-nodir-baake
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D