সিলেট ৬ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৩শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:০৯ পূর্বাহ্ণ, এপ্রিল ৫, ২০২৫
বিশেষ প্রতিবেদক | ঢাকা, ০৫ এপ্রিল ২০২৫ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় চীন কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে, যা বিশ্বব্যাপী অর্থনৈতিক অস্থিরতা সৃষ্টি করেছে। চীনের অর্থ মন্ত্রণালয় ঘোষণা করেছে যে, ১০ এপ্রিল থেকে যুক্তরাষ্ট্রের সমস্ত পণ্যের ওপর অতিরিক্ত ৩৪ শতাংশ শুল্ক কার্যকর হবে। এছাড়াও, চীন যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ কিছু কাঁচামাল রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করবে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয় আরও জানিয়েছে, তারা নতুন করে ১৬টি মার্কিন প্রতিষ্ঠানকে রপ্তানি নিয়ন্ত্রণ তালিকায় অন্তর্ভুক্ত করেছে, ফলে এসব প্রতিষ্ঠানের জন্য চীনের বাজার ও প্রযুক্তিতে প্রবেশাধিকারে বিধিনিষেধ আরও বাড়বে। এছাড়া, ১১টি মার্কিন প্রতিষ্ঠানকে ‘অবিশ্বস্ত সত্তা’ তালিকায় যুক্ত করা হয়েছে, যার আওতায় চীন এসব বিদেশি প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারবে।
ট্রাম্প প্রশাসনের শুল্ক বৃদ্ধির সিদ্ধান্তের ফলে চীন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি হয়ে উঠেছে। বিশ্বের সর্ববৃহৎ অর্থনীতি যুক্তরাষ্ট্র ও দ্বিতীয় বৃহৎ অর্থনীতি চীনের পাল্টাপাল্টি শুল্ক আরোপে ট্রাম্পের শুরু করা বাণিজ্যযুদ্ধ বিপজ্জনক মোড় নিচ্ছে। বৈশ্বিক পুঁজিবাজারে শুরু হয়েছে বড় দরপতন, এবং অর্থনীতিতেও দেখা দিয়েছে মন্দার শঙ্কা।
বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে, এই বাণিজ্যযুদ্ধের ফলে বিশ্ব অর্থনীতি মন্দার দিকে ধাবিত হতে পারে। জেপি মরগান চেজের অর্থনীতিবিদরা ২০২৫ সালের মধ্যে মন্দার সম্ভাবনা ৬০ শতাংশ বলে পূর্বাভাস দিয়েছেন। এদিকে, ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জেরোম পাওয়েল সতর্ক করে বলেছেন যে, শুল্ক বৃদ্ধির ফলে মুদ্রাস্ফীতি বাড়তে পারে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি কমে যেতে পারে।
এই পরিস্থিতিতে, বিশ্ব নেতারা বাণিজ্য অস্থিরতা কমাতে কূটনৈতিক প্রচেষ্টা জোরদার করছেন। তবে, এখন পর্যন্ত কোনো সমাধানসূত্র পাওয়া যায়নি, এবং বাজারে অস্থিরতা অব্যাহত রয়েছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D