বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ৮:২১ পূর্বাহ্ণ, এপ্রিল ১৪, ২০২৫

বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে ওয়ার্কার্স পার্টি

বিশেষ প্রতিনিধি | ঢাকা, ১৪ এপ্রিল ২০২৫ : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ভারপ্রাপ্ত সভাপতি কমরেড মাহমুদুল হাসান মানিক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমরেড নূর আহমেদ বকুল নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে।

আজ সোমবার (১৪ এপ্রিল ২০২৫) এক শুভেচ্ছা বিবৃতিতে তাঁরা বলেন, বাংলা নববর্ষ হোক বাঙালীর অসাম্প্রদায়িক দিশার নতুন সম্ভাবনার পথ। পুরোনো বছরের সকল গ্লানী, ব্যর্থতা কাটিয়ে বৈষম্যহীন এক সমাজ প্রতিষ্ঠা হোক বাংলায়। সাম্য প্রতিষ্ঠায় নতুন বছর প্রেরণার উৎস হোক। তাঁরা আশা প্রকাশ করেন নতুন বছরে দেশবাসী আরও উন্নত ভবিষ্যতের দিকে এগিয়ে যাবেন।

কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আমিরুজ্জামান বলেন, “একাত্ম হয়ে আমরাও বলি, “নবতারুণ্য রুখে দিক সাম্প্রদায়িকতা। বৈশাখ হোক বাঙালি জাতিসত্বার মূর্তপ্রতিক।”

বাংলা নববর্ষের শুভেচ্ছা সকলকে।