সিলেট ১৮ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৭ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৫ এপ্রিল ২০২৫ : কবি, লেখক, গবেষক, সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক কর্মী, বুদ্ধির মুক্তি আন্দোলনের এক অনন্য সহযোদ্ধা, সচেতন একজন মানুষ এবং অনলাইন নিউজ পোর্টাল রেডটাইমসের প্রধান সম্পাদক ও প্রকাশক, মৌলভীবাজারের কৃতি সন্তান কমরেড সৌমিত্র দেব টিটু আর নেই।
তিনি কিছুদিন যাবত এজমা ও শ্বাসকষ্টে ভোগছিলেন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) সকাল ১০টায় খিলক্ষেতের লেকসিটির তার বাসায় শারীরিকভাবে অসুস্থ হলে তার স্ত্রী পলা দেব ঢাকার কুর্মিটোলা হাসপাতালে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক তখন তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৪ বছর। তার মৃত্যুতে সাহিত্য, সাংবাদিকতা ও রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।মৃত্যুকালে তিনি একমাত্র ছেলে, স্ত্রী ও তিন বোনসহ অনেক আপনজন রেখে গেছেন।
তার মৃত্যুর সংবাদে রাজধানী ঢাকায় ও মৌলভীবাজার শহরজুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মরদেহটি মৌলভীবাজার শহীদ মিনারে সন্ধ্যা ৬ ঘটিকার সময় নিয়ে আসা হলে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, সাহিত্যিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানাতে সমবেত হন।
কমরেড সৌমিত্র দেব ১৯৭০ সালের ২৭ জুলাই মৌলভীবাজার শহরে জন্মগ্রহণ করেন। মৌলভীবাজার সরকারি উচ্চবিদ্যালয়, মৌলভীবাজার সরকারি মহাবিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গ্রহণ করেন তিনি। বাংলাদেশ প্রেস ইনস্টিটিউট থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন।
কমরেড কবি সৌমিত্র দেব কবি এবং সাংবাদিকতা ছাড়াও একজন রাজনৈতিক কর্মী ছিলেন। তিনি ২০১৩ সালে মৌলভীবাজার পৌরসভা নির্বাচনে ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী হিসেবে মেয়র পদে নির্বাচন করেন। এবং ৫ আগস্ট পরবর্তী সময়ে বিভিন্ন বিষয় নিয়ে তাকে রাজপথে সরব থাকতে দেখা গেছে।
পেশাগত জীবনে দৈনিক প্রথম আলো পরবর্তীতে দৈনিক মানবজমিনের সহকারী সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তার লেখা ও সম্পাদনায় ৪০টি বই প্রকাশনা করেছেন। ঢাকায় জালালাবাদ জার্নালিষ্ট এসোসিয়েশনের প্রতিষ্ঠাকালীন সভাপতির দায়িত্ব পালন করেছেন।
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শোক প্রকাশ
কবি, লেখক, গবেষক, সাংস্কৃতিক ও প্রগতিশীল রাজনৈতিক কর্মী, বুদ্ধির মুক্তি আন্দোলনের এক অনন্য সহযোদ্ধা, সচেতন একজন মানুষ এবং অনলাইন নিউজ পোর্টাল রেডটাইমসের প্রধান সম্পাদক ও প্রকাশক, মৌলভীবাজারের কৃতি সন্তান কমরেড সৌমিত্র দেব টিটু’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D