সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, এপ্রিল ১৫, ২০২৫
দেওয়ান মাসুকুর রহমান, নিজস্ব সংবাদদাতা | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৫ এপ্রিল ২০২৫ : শ্রীমঙ্গলের মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিভাষ রঞ্জন দাস স্যার আর নেই।
অদ্য মঙ্গলবার (১৫ এপ্রিল ২০২৫) সকাল সাড়ে ৮টায় শ্রীমঙ্গল শহরের তার সবুজবাগস্থ নিজ বাসভবনে পরলোক গমন করেন।
মৃতুকালে ১ মেয়ে, ১ ছেলে, আত্মীয় স্বজনসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন তিনি। তিনি ছিলেন আদর্শবান মানুষ, শ্রদ্ধেয় শিক্ষক, শিক্ষার আলো ছড়িয়ে দেওয়া এক নিষ্ঠাবান জ্ঞান তাপস।
তাঁর মৃত্যুতে শিক্ষকবৃন্দ ও তার প্রিয় ব্যাক্তিগণসহ স্কুলের ছাত্র-ছাত্রীরা শোকাহত।
এই ব্যাপারে তাঁর বাল্যবন্ধু ও চাকরির জীবনের সহপাঠী শিক্ষক মলয় দাস (সাতগাঁও উচ্চ বিদ্যালয়) ও শিক্ষক মধু সুদন ভট্যাচার্য (আব্দুল ওহাব উচ্চ বিদ্যালয়) জানালেন, “আমাদের এই বন্ধু খুবই ভালো মানুষ ছিলেন।
তিনি মাটির মানুষ ছিলেন। সবার সাথে হাসিমুখে কথা বলতেন। আমরা তার মৃত্যু সংবাদ মেনে নিতে পারছিনা। তবুও সবাইকে একদিন এই দুনিয়া ছেড়ে যেতে হবে। তাই আমরা তার জন্য ও তার পরিবারের জন্য শোক সইবার জন্য আশীর্বাদ কামনা করছি।”
কমরেড সৈয়দ আমিরুজ্জামানের শোক
শ্রীমঙ্গলের মনাইউল্লাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বিভাষ রঞ্জন দাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D