সিলেট ১৯শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৭ অপরাহ্ণ, এপ্রিল ১৮, ২০২৫
নিজস্ব প্রতিবেদক | পটুয়াখালী, ১৮ এপ্রিল ২০২৫ : পুরোনো বছরের গ্লানি, দুঃখ-বঞ্চনা ধুঁয়ে-মুছে নতুন আগামীর প্রত্যাশায় কুয়াকাটায় রাখাইন মহিলা মার্কেট মাঠে শুরু হয়েছে আদিবাসী রাখাইন সম্প্রদায়ের ‘রাখাইন মাহা সাংগ্রাই জলকেলি’ উৎসব-২০২৫।
আজ শুক্রবার (১৮ এপ্রিল ২০২৫) বিকেল ৪টায় থেকে শুরু এ উৎসবে অংশ নেয় কলাপাড়া উপজেলা ও বরগুনার তালতলীর বিভিন্ন রাখাইন পল্লির নারী-পুরুষসহ যুবরা।
উৎসবে শামিল হয় ছোট-বড় সব বয়সী রাখাইন বাসিন্দা। তিনদিনব্যাপী এ উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কলাপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. রবিউল ইসলাম।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজের অধ্যক্ষ ড. ফাতেমা হেরেন, কুয়াকাটা ট্যুরিস্ট পুলিশের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান, মহিপুর থানার অফিসার ইনচার্জ মো. তরিকুল ইসলাম, কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মতিউর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন পটুয়াখালী রাখাইন বুড্ডিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি এমং তালুকদার।
রাখাইন মাহা সাংগ্রাইন, বর্ষবরণ ও জলকেলি উৎসব উদ্যাপন কমিটি আয়োজিত এই সাংগ্রাই উৎসবকে ঘিরে কুয়াকাটার কেরানীপাড়া রাখাইন পল্লিতে শুক্রবার সকাল থেকে বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। শতশত রাখাইন নারী-পুরুষ যুবরা অংশ নেয় বর্ষবরণ ও জলকেলি উৎসবে।
বিশেষ করে জলকেলি উৎসবে ভিড় ছিল লক্ষণীয়। কলাপাড়া উপজেলার অন্তত ২৭ রাখাইন পল্লীসহ বরগুনার তালতলী উপজেলার রাখাইনরা এই অনুষ্ঠানে বরাবরের মতো অংশ নেয়। তারা সকাল থেকে ধর্মীয়, সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি বিকেলে জলকেলি উৎসবে মিলিত হয়েছেন। তারা পুরোনো বছরের পঙ্কিলতাকে ধুঁয়ে-মুছে নতুন বছরকে স্বাগত জানায় এই উৎসবের মধ্য দিয়ে।
আদিবাসী রাখাইন সম্প্রদায়ের বিশ্বাস পুঁজা-অর্চনা ধর্মীয় বিভিন্ন অনুষ্ঠান শেষে নতুন বছরের শুরুতে এ দিনগুলোতে যুব যুবতীরা একে অপরের প্রতি জল ছুড়ে দিলে সকল পঙ্কিলতা ধুয়ে মুছে নতুন জীবনের ধারা সূচিত হবে। তাই তারা প্রাণের উচ্ছ্বাসে মেতে ওঠে জলকেলি উৎসবে।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে রাখাইন তরুণী ও শিশুরা নৃত্য পরিবেশন করে। পরে তারা জলকেলি উৎসবে অংশ নেয়। বর্ণাঢ্য এই উৎসবকে ঘিরে কলাপাড়া উপজেলার বিভিন্ন রাখাইন পল্লিতে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। রাখাইন পরিবারের সদস্যরা নতুন পোশাকে সজ্জিত হয়ে উপস্থিত হন এ অনুষ্ঠানে।
তিনদিনব্যাপী এই উৎসবে শুধু রাখাইন নয়, বিভিন্ন ধর্মাবলম্বী শত শত মানুষের ভিড় জমে। সাগরপারের কুয়াকাটায় বিরাজ করে উৎসবমুখর পরিবেশ। আগামী রোববার এ উৎসবের সমাপ্তি ঘটবে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D