সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, এপ্রিল ২১, ২০২৫
বিশেষ প্রতিনিধি | ঢাকা, ২১ এপ্রিল ২০২৫ : রাশিয়ার মস্কোতে অনুষ্ঠিতব্য ফ্যাসিবাদ বিরোধী আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স এবং সম্পাদক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান এডভোকেট হাসান তারিক চৌধুরী আজ সকালে মস্কোর পথে রওয়ানা করেছেন।
আগামী ২২ থেকে ২৫ এপ্রিল ২০২৫ রাশিয়ার মস্কোতে এ সম্মেলন অনুষ্ঠিত হবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে বিজয়ের ৮০তম বার্ষিকী এবং রুশ সমাজতান্ত্রিক বিপ্লবের মহানায়ক কমরেড লেনিনের ১৫৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাশিয়ান ফেডারেশনের কমিউনিস্ট পার্টি এই ফ্যাসিবাদ বিরোধী আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করে। এসময় নেতৃবৃন্দ দ্বিতীয় বিশ্বযুদ্ধে ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামে নিহতের প্রতি ও কমরেড লেনিনের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন ঐতিহাসিক রেভ সংস্কারে।
এ সম্মেলনে সারা দুনিয়ার শতাধিক দেশের কমিউনিস্ট, বাম গণতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিগণ যোগদান করবেন বলে জানানো হয়েছে। এ সম্মেলনে সিপিবি নেতৃবৃন্দ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সিপিবির অংশগ্রহন এবং এ সংশ্লিষ্ট অভিজ্ঞতা সম্পর্কে বক্তব্য রাখবেন।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by M-W-D