জাতীয় আইনগত সহায়তা দিবস আজ

প্রকাশিত: ১২:১২ পূর্বাহ্ণ, এপ্রিল ২৮, ২০২৫

জাতীয় আইনগত সহায়তা দিবস আজ

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৮ এপ্রিল ২০২৫ : যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপনে জাতীয়, জেলা ও স্থানীয় পর্যায়ে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে আজ।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার সহকারী পরিচালক (প্রশাসন) ভারপ্রাপ্ত সিনিয়র সহকারী জজ ফারিন ফারজানা স্বাক্ষরিত এক স্মারকে বলা হয়েছে, ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সংস্থা প্রতিবছর একটি তাৎপর্যপূর্ণ স্লোগান/প্রতিপাদ্য নির্ধারণ করে থাকে। স্লোগান/প্রতিপাদ্যটি সাধারণ জনগণের মাঝে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি একটি বার্তা পৌঁছে দেয় যা সরকারি আইন সহায়তা কার্যক্রমকে জনপ্রিয় করতে পারে। প্রতিবছরের ন্যায় এ বছরও ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপন উপলক্ষ্যে স্লোগান/প্রতিপাদ্যটি নির্ধারণ করা হয়েছে। এবারের স্লোগান/প্রতিপাদ্য হলো-‘দ্বন্দ্বে কোনো আনন্দ নাই, আপস করো ভাই, লিগ্যাল এইড আছে পাশে, কোনো চিন্তা নাই।’

অপর এক স্মারকে বলা হয়েছে, ‘আইনগত সহায়তা দিবস-২০২৫’ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে অনুষ্ঠানসূচির অতিরিক্ত হিসেবে র‌্যালি করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের প্রতি নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

Manual4 Ad Code

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক (সিনিয়র জেলা জজ) মোহাম্মদ আল মামুন স্বাক্ষরিত এক স্মারকে জেলা ও স্থানীয় পর্যায়ে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপন ও বরাদ্দ প্রসঙ্গে বলা হয়েছে, ‘আর্থিকভাবে অসচ্ছল, সহায়-সম্বলহীন এবং নানাবিধ আর্থ-সামাজিক কারণে বিচার প্রাপ্তিতে অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনগত সহায়তা প্রদানকল্পে ২৮ এপ্রিলকে ২০১৩ সালে ‘জাতীয় আইনগত সহায়তা দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। সরকারি আইনগত সহায়তা কার্যক্রমের প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রতিবছর ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়। প্রতিবছরের ন্যায় এ বছরও স্থানীয় পর্যায়ে যথাযোগ্য মর্যাদায় ‘জাতীয় আইনগত সহায়তা দিবস-২০২৫’ উদযাপনে জেলা পর্যায়ে অনুষ্ঠানের বিবরণ অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হলো। ‘দিবসের কর্মসূচি হিসেবে যা করতে বলা হয়েছে: দিবসের তাৎপর্য সম্পর্কে আলোচনা সভা/সেমিনার, প্রচারণামূলক সামগ্রী বিতরণ বা পোস্টারিং, সেরা প্যানেল আইনজীবী পুরস্কার। জেলা লিগ্যাল এইড কমিটি, উপজেলা লিগ্যাল এইড কমিটি, চৌকি আদালত লিগ্যাল এইড বিশেষ কমিটি, ইউনিয়ন লিগ্যাল এইড কমিটি এসব অনুষ্ঠান বাস্তবায়ন করবে। দিবসটির অনুষ্ঠানে মানবাধিকার বিষয়ক সংগঠন, এনজিও, সংশ্লিষ্ট থানা, আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণের উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়েছে। অনুষ্ঠানসমূহ বাস্তবায়নের জন্য জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পক্ষ থেকে সংযুক্ত বিবরণ অনুসারে বাজেট বরাদ্দ করা হয়েছে। বরাদ্দকৃত অর্থ সরকারি প্রচলিত বিধি-বিধান এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৬ এবং পাবলিক প্রকিউরমেন্ট আইন, ২০০৮ অনুসারে ব্যয় নির্বাহের জন্য সংশ্লিষ্টদের অনুরোধ করা হয়।

সরকারি খরচে জাতীয় আইনগত সহায়তা সংস্থার অধীনে মার্চ ২০২৫ পর্যন্ত ১১ লাখ ৯৫ হাজার ৭৫ জন অসচ্ছল বিচারপ্রার্থীকে আইনি সেবা দেয়া হয়েছে। সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্রগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৪৩০’) মাধ্যমে এ সেবা দেয়া হয়।

এক লাখ ২৬ হাজার ৩৭২ কারাবন্দিকে আইনি সহায়তা প্রদান

জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড) এক লাখ ২৬ হাজার ৩৭২ জন কারাবন্দিকে সরকারি খরচে আইনি সহায়তা প্রদান করেছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়। এতে ২০০৯ সাল থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত লিগ্যাল এইড-এর মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য উল্লেখ করা হয়েছে। শুরুতে জেলা পর্যায়ে অসচ্ছল জনগোষ্ঠীর জন্য এ আইনি সেবা প্রদান শুরু হয়। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট, ঢাকা ও চট্টগ্রামে শ্রমিক আইনগত সহায়তা সেল এবং দেশের কারাগারগুলোতে এ সেবা চালু হয়।

প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত সরকারি খরচে আইনি সহায়তাপ্রাপ্ত উপকারভোগী সর্বমোট ১১ লাখ ৯৫ হাজার ৭৫ জন। দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তা জাতীয় হেল্পলাইন কলসেন্টারে (টোল ফ্রি-‘১৬৪৩০’) এই আইনি সেবা প্রদান করা হয়েছে।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এ সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

অসচ্ছল বিচারপ্রার্থীদের ২৫২ কোটি ৫১ লাখ টাকা ক্ষতিপূরণ আদায়

অসচ্ছল বিচারপ্রার্থীদের ২৫২ কোটি ৫১ লাখ ৬১ হাজার ৮১ টাকা ক্ষতিপূরণ আদায় করে দিয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থা (লিগ্যাল এইড)।

জাতীয় আইনগত সহায়তা সংস্থার ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে সম্প্রতি এ তথ্য প্রকাশ করা হয়।

Manual2 Ad Code

২০০৯ সাল থেকে ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত লিগ্যাল এইডের মাধ্যমে আইনি সহায়তার বিস্তারিত তথ্য এ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Manual6 Ad Code

এতে বলা হয়, সংস্থার অধীনে দেশের ৬৪ জেলার লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ২৪৫ কোটি ৮৮ লাখ ৩৪ হাজার ৮৬৬ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৬ কোটি ৬৩ লাখ ২৬ হাজার ২১৫ টাকা অসচ্ছল বিচারপ্রার্থীদের ক্ষতিপূরণ আদায় করে দেয়া হয়েছে।

দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইনের’ অধীনে সরকারি খরচায় এ সেবা দেয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।

 

Manual2 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual6 Ad Code