সিলেট ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১২:৩০ পূর্বাহ্ণ, মে ১৮, ২০২৫
তাসলিমা রুমকি রুমঝুম | খুলনা, ১৮ মে ২০২৫ : শেখ সাদীর যুগ থেকে আমরা বের হতে পারিনাই। এখনো মানুষ মানুষকে সন্মান করে প্রায়োরিটি দেয় পোষাক, টাকা, বাড়ী, গাড়ী দেখে। হিসেব আগে থেকেই মেলানো, তাই এইগুলা এখন আর গায়ে লাগাইনা বরং দায়মুক্ত লাগে। যারা আমাকে মনে করে, সন্মান দেয়, আমি তাদের নিয়ে ভাবি। আমি দাওয়াতে, হ্যাংওভার, গেট টুগেদারে যেতে পারবোনা জেনেও যারা আমাকে জানায়, আমি জানি তারাই আমার সম্পদ। আমি ব্যাস্ততায় বা টেক্সট নিচে চলে যেতে পারে দেখে যারা তবুও টেক্সট করে, খোজ নেয় তারাই আমার সাহস। আমি বুঝি এই নিরবে স্বার্থ ছাড়া এই মানুষগুলো আমাকে প্রকৃত ভালোবাসে মন থেকে সন্মান করে।
আমার অবস্থান আমি জানি। কেউ যদি নিজে নিজে মনগড়া ভেবে নেয় এটা কেমন হবে, সবার সব পরিস্থিতি সামাল দেওয়ার নিয়ম এক নয়। গড়পত্তা চিন্তাধারা খুব খারাপ। এটাতে অন্যজনকে ইন্ডাইরেক্টলি ইন্সাল্ট আর অপমান করা হয়। আর এক জনের মনের কথা তার সাথে কথা না বলে আন্দাজের উপর বলাও অনুচিত। এগুলো ভাববার বিষয়। আশাকরি সবসময় হামবড়া ভাব আর সবজান্তা সমসের ভাবা থেকে বিরত থাকবেন, অন্তত আমার বিষয়ে। আমাকে অপমান করার অধিকার আমি কাউকে দেইনাই। মনে রাখা উচিত সবার রাজ্যেই সবাই রাজা। হিসেবটা মান সন্মানের আর এটা সেনসেটিভ।
ছবিঃ ২০২১ সালের ১৭ মে প্রিয় বান্ধবীর সাথে কিছু সময় কাটানোর, হাহা হিহি করলাম, ওষুধের মতো কাজ করেছে। সকাল থেকে হসপিটালে দৌড়াদৌড়ি কিন্তু আমি আজ ক্লান্ত নই।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি