সিলেট ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:০৯ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২৫
ফরহাদ মজহার রং বদলানো একটা বিষধর অক্টোপাস। ক্ষণে ক্ষণে রং বদলান। সে কিনা? কখনও আওয়ামী লীগ – শেখ হাসিনার প্রশংসাধন্য রাজকুমারী হাসিনার লেখক, কখনো বিএনপি -সম্রাজ্ঞী খালেদা জিয়ার সফরসঙ্গী, কখনো হেফাজতি – ধর্মীয় রেডিক্যাল মাওলানা শফি ও হেফাজতের নারী বিরোধী ১৩ দফার সমর্থক, কখনো স্বাধীনতা বিরোধী জামাত – জামাতিরা সন্ত্রাসী হলে মুক্তিযোদ্ধারাও সন্ত্রাসী বলেন , কখনও বামপন্থী বিপ্লবী – মার্কস ও বিপ্লবের কথা বলেন। হাস্যকর। যখন যেটা সুবিধা হয়।
হেগেল, মার্কস, ফুকো, ডেরিডা, আউড়িয়ে শেষমেষ জামাত হেফাজতের তল্পিবাহক হয়েছেন। তিনি নারী উন্নয়নের নামে নারী অধিকার নিয়ে ব্যবসা করেছেন দীর্ঘদিন। বানিয়েছেন নারীগ্রন্থ প্রবর্তনা। কিছুদিন বেগম রোকেয়াও বিক্রি করেছেন। পোলাপান তার চটকদারি কথার খপ্পরে পড়েছে অনেক। বাংলাদেশে ধর্মান্ধ ফ্যাসিবাদী চিন্তার উত্থানে তিনি একজন বড় উস্কানিদাতা ও কারিগর। পরিপ্রেক্ষিতের বাইরে ফরহাদ চতুর কায়দায় ব্যক্তিস্বাতন্ত্রবাদ এবং আত্মহত্যার প্রসঙ্গ এনে নারীর তার নিজের শরীরের উপর নিয়ন্ত্রণের বিরুদ্ধে বলেছেন। সন্তান গ্রহণ থেকে নারীর শরীরের উপর পুরুষের কর্তৃত্ব ও যে নির্যাতন হয় – নারীর শরীরের উপর তার নিয়ন্ত্রণের বিষয়টি এ পরিপ্রেক্ষিত থেকে এসেছে। অথচ ফরহাদ মজহার পুজিবাদী চরম ব্যক্তি স্বাধীনতা ও আত্মহত্যার বিষয় জোর করে নাযিল করে নারীর শরীরের উপর তার নিজের কর্তৃত্বের বিরোধিতা করেছেন। আগরতলার সাথে চোকির তলার তুলনা। এ হলো জামাত হেফাজতের সাথে গলা মেলানো। ফরহাদ মজহার এখন জামাত- হেফাজতের দোসর। ওদের ফয় ফরমাশ অনুযায়ী তত্ত্ব উৎপাদনের কারখানা বসিয়েছেন। ওদের পক্ষে বৈধতা উৎপাদনে নিয়োজিত আছেন। সবার বিষয়ে জনগণের একটা হিসেব আছে। তিনি বাংলাদেশের জনগণকে মূর্খ ভেবে হামেশাই ফালতু তত্ত্ব দেন।
#
ড. আখতার সোবহান খান মাসরুর
লেখক, নব্বইয়ের মহান গণ-অভ্যুত্থানের সংগঠক ও সাবেক ছাত্রনেতা।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি