জাপানের কয়লা ও গ্যাসভিত্তিক প্রকল্পে বিনিয়োগ বন্ধের দাবীতে আজ ঢাকায় সমাবেশ

প্রকাশিত: ৯:১৬ পূর্বাহ্ণ, জুন ১৭, ২০২৫

জাপানের কয়লা ও গ্যাসভিত্তিক প্রকল্পে বিনিয়োগ বন্ধের দাবীতে আজ ঢাকায় সমাবেশ

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৭ জুন ২০২৫ : আজ ঢাকায় জাপানের কয়লা ও গ্যাসভিত্তিক প্রকল্পে বিনিয়োগ বন্ধের দাবীতে সমাবেশের আয়োজন করা হয়েছে।

Manual1 Ad Code

ওয়াটারকিপার্সের সমন্বয়ক ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর সদস্য সচিব শরীফ জামিল জানান, জাপান সরকার এবং জাপানের বিভিন্ন প্রতিষ্ঠান এশিয়ার যে ৪টি দেশে জীবাশ্ম জ্বালানির উপর অর্থাৎ কয়লা ও গ্যাসভিত্তিক প্রকল্প স্থাপনের জন্য বিনিয়োগ করছে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। জাপানের এই পরিবেশ বিধ্বংশী বিনিয়োগের প্রতিবাদে এ বছর জুন মাস জুড়ে বাংলাদেশসহ পৃথিবীর অন্যান্য দেশে নানা কর্মসূচী আয়োজিত হচ্ছে।

আজ মঙ্গলবার (১৭ই জুন ২০২৫) সকাল ১১টায় ঢাকাস্থ শ্যামলী পার্ক মাঠে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), বাংলাদেশ কৃষক ফেডারেশন, ব্রাইটার্স, সেন্টার ফর পার্টিসিপেটরি রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট (সিপিআরডি), সেন্টার ফর এ্যাটমোস্ফেরিক পল্যুশন স্ট্যাডিস (ক্যাপস), ইকুইটিবিডি, গ্লোবাল ল’ থিংকারস সোসাইটি (জিএলটিএস), খাসিয়া স্টুডেন্টস ইউনিয়ন (কেএসইউ), মিশন গ্রীন বাংলাদেশ, অর্গানাইজেশন ফর ক্লাইমেট রেজিলিয়েন্স এন্ড এনভায়রনমেন্ট কনজার্ভেনশন (ওসিআরইসি), সচেতন ফাউন্ডেশন, সুন্দরবন সুরক্ষা আন্দোলন, ইয়াং ক্লাইমেট একশন নেটওয়ার্ক (ইউক্যান), 350.org ও ওয়াটারকিপার্স বাংলাদেশ এই ১৫টি সংগঠনের যৌথ উদ্যোগে জাপানের কয়লা ও গ্যাসভিত্তিক প্রকল্পে বিনিয়োগ বন্ধের দাবীতে প্রতিবাদ সমাবেশ, মূকাভিনয় এবং ফ্ল্যাশ মব অনুষ্ঠিত হবে।

Manual5 Ad Code

উক্ত সমাবেশে ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)-এর আহবায়ক কমিটির অন্যতম সদস্য আব্দুল করিম কিম, সেন্টার ফর এ্যাটমোস্ফেরিক পল্যুশন স্ট্যাডিস (ক্যাপস)-এর চেয়ারম্যান কামরুজ্জামান মজুমদার, সুন্দরবন সুরক্ষা আন্দোলন’র সমন্বয়ক নিখিল চন্দ্র ভদ্র, বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এ এস এম বদরুল আলম, ইকুইটিবিডি’র নেটওয়ার্ক কো-অর্ডিনেটর মোস্তফা কামাল আকন্দ, গ্লোবাল ল’ থিংকারস সোসাইটি (জিএলটিএস)’র চেয়ারপার্সন রাওমান স্মিতা, সচেতন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবিবুর রহমান এবং অন্যান্য পরিবেশবাদী ইয়ুথ সংগঠনের সদস্যবৃন্দ।

Manual6 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual4 Ad Code