সিলেট ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৩১ অপরাহ্ণ, জুলাই ২১, ২০২৫
বিশেষ প্রতিনিধি | মৌলভীবাজার, ২১ জুলাই ২০২৫ : মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের জেলা শাখা’র অভিষেক ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার রাতে শহরের রেস্ট ইন চাইনিজ রেস্টুরেন্টে জেলার অনলাইন সাংবাদিকদের উপস্থিতিতে সংগঠনটির এ পরিচিতি ও অভিষেক অনুষ্ঠিত হয়।
পায়েল আহমেদের সঞ্চালনায় ও সৈয়দ আশরাফুল ইসলাম সায়েমের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ মুজিবুর রহমান। এ অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ আনহার আহমদ সমশাদ।
বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম শেফুল, রাজনীতিক ও কলামিস্ট মো. মতিন বকস, সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের সাধারণ সম্পাদক সৈয়দ মুনিম আহমদ রিমন, বাংলাদেশ সাংবাদিক সমিতির মৌলভীবাজার জেলা ইউনিটের সভাপতি মো. নুরুল ইসলাম, সাপ্তাহিক পূর্বদিকের সম্পাদক মুজাহিদ আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গবেষক, সাহিত্যিক সৈয়দ কামাল আহমদ বাবু, মৌলভীবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি মৌসুফ এ চৌধুরী, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহী কুটি, সিনিয়র সাংবাদিক সৈয়দ মহসীন পারভেজ, রোটারিয়ান সৈয়দ বদরুল হক টিটু, মনুকুলের কাগজ সম্পাদক মোস্তাক চৌধুরী, ডিবিসি ও দৈনিক কালবেলা পত্রিকার জেলা প্রতিনিধি ওমর ফারুক নাঈম, ছড়াকার আবু সাঈদ রুপিয়ান, হুমায়ুন রহমান বাপ্পী, আনোয়ার চৌধুরী, সৈয়দ মেহের, জাহাঙ্গীর হোসেন, মোহন আহমেদ প্রমুখ।
ডিজিটাল যুগে অনলাইন সাংবাদিকতা- সংবাদ পরিবেশনের গতি ও মানকে বহুগুণে বাড়িয়ে তুলেছে। সাংবাদিকদের নৈতিকতা, বস্তুনিষ্ঠতা, অনুসন্ধান সাংবাদিকতা, পেশাগত দক্ষতা এবং ইতিবাচক সংবাদ পরিবেশনে আরও অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান বক্তারা।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি