সিলেট ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৩০ পূর্বাহ্ণ, জুলাই ২৮, ২০২৫
কিশোর বিপ্লবীকবি সুকান্ত ভট্টাচার্য্যের ছাড়পত্র কাব্যগ্রন্থের অনুভব কবিতার শুরুটা মনে পড়ে- ‘অবাক পৃথিবী! অবাক করলে তুমি/ জন্মেই দেখি ক্ষুব্ধ স্বদেশভূমি’।
আমাদের ‘অনুভব’ও অনেকটা সেরকম।
বিগ ব্যাং বা মহাবিস্ফোরণের পর থেকে চলছে এক্সপানডিং ইউনিভার্স বা প্রসারমাণ মহাবিশ্ব। মহাকালের এই পর্বে সমস্ত কিছু ছোটো থেকে বড় হয়। বীজ থেকে অংকুর, তারপর চারাগাছ, তারপর বৃক্ষ। ভ্রূণ থেকে শিশু; শিশু থেকে বালক-বালিকা, কিশোর-কিশোরী, তরুণ-তরুণী, যুবক-যুবতী; তারপর বৃদ্ধ-বৃদ্ধা। ছোট থেকে বড় হওয়া- এটাই চলমান মহাকালের মহানিয়ম।
আমরাও প্রকৃতির এই অমোঘ নিয়মের বাইরে যেতে চাইনি। তাই ছোট হয়ে জন্মালাম, বড় হওয়ার আকাঙ্ক্ষায়। গড়লাম একটা প্লাটফর্ম- সাংবাদিকতার প্লাটফর্ম। নাম রাখলাম ‘পতাকানিউজডটকম’। এই পতাকার নিচে, আহ্বান জানিয়ে রাখলাম- ‘দুনিয়ার শুভশক্তি এক হও’।
আপনি যদি শুভচেতনার ধারক-বাহক হন; সাংবাদিকতার শক্তি যদি আপনার ভেতরে টগবগ করে, তাহলে এই পতাকার নিচে আপনাকে স্বাগতম। পতাকা সারথি হয়ে, হাতে হাত মিলিয়ে সুসাংবাদিকতার বিজয় পতাকা আমরা ওড়াবোই।
আমাদের সাংবাদিকতার মন্ত্র হবে- নিরপেক্ষতার পরাকাষ্ঠার মাঝে দাঁড়িয়ে ন্যায়ের পক্ষে গর্জে ওঠা। আমরা প্রকাশ্যে আসা ও গোপন করে রাখা- সমস্ত ঘটনার কাছে যাবো। ঘটনার ভেতরে-বাইরে-গভীরে তন্ন তন্ন করে তথ্য খুঁজবো, যাচাই করবো, প্রমাণ সংগ্রহ করবো। তারপর কোনটা ন্যায়, কোনটা অন্যায়- টেনে বের করে এনে মেলে ধরবো বিশ্ববাসীর সামনে।
আমাদের সাংবাদিকতা হবে তথ্যসেবামূলক। যে তথ্য মানুষ জানে না; জানতে পারে না; জানতে দেয়া হয় না; লুকিয়ে রাখা হয় অশুভ শক্তির ইশারায়- সেইসব তথ্য আমরা খুঁজে বেড়াবো অবিরাম। অতল অনুসন্ধানী সেইসব তথ্য-সংবাদগল্প জানিয়ে-শুনিয়ে-বুঝিয়ে তথ্যসেবা দিয়ে যাবো নিরন্তর।
আমরা ছোট, তবে ‘স্বপ্নের সমান বড়’। আমরা নিঃস্ব, তবে ‘প্রকৃতির মতো সচ্ছল’। আমরা চাইবো, ‘কথায় না বড় হয়ে কাজে বড়’ হতে।
ছোটবেলায় মায়ের মুখে শোনা কথাটা এখনো কানে বাজে। একবার একটা সাপের বাচ্চা পেয়ে উৎফুল্ল হতে দেখে মা বলেছিলেন, ‘সাবধান! ছোট সাপের বড় বিষ কিন্তু!’
কবি নজরুলের অন্যতম অভিভাবক কবিয়াল শেখ চকোরের কথাটাও মনে পড়ে। ছোট্ট নজরুলকে তিনি আদর করে ব্যাঙাচি বলে ডাকতেন। একবার তিনি বলেছিলেন, ‘আমার ব্যাঙাচি একদিন সাপ হবে/সাপ ধরে খাবে।’
সেটাই কি হয়নি?
মায়ের মমতাশীর্বাদ আর বিদ্রোহী কবির দ্রোহবাদ বুকে ধারণ করে আমরা লেগে পড়লাম- ভালো কিছু করার সাধনায়।
সাথে থাকবেন, পাশে থাকবেন। শুভকামনায় রাখবেন।
ভালো থাকি বিশ্ববাসী।
লেখক : সম্পাদক, পতাকানিউজ
01713067646
r.tauhid@gmail.com
www.facebook.com/tauhidur.rahman.735
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি