সিলেট ১৬ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৫ অপরাহ্ণ, অক্টোবর ১৬, ২০২৫
টেকসই যাতায়াতে নতুন দিগন্ত খুলল পর্যটন শহরে
বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৬ অক্টোবর ২০২৫ : বাংলাদেশের সবুজে ঘেরা পর্যটন নগরী শ্রীমঙ্গলে যাতায়াত ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হলো ইলেক্ট্রিক স্কুটারের আনুষ্ঠানিক উদ্বোধনের মাধ্যমে। পরিবেশবান্ধব এ বাহনের বিক্রয় ও সেবা কেন্দ্র উদ্বোধনের মধ্য দিয়ে এলাকায় টেকসই ও আধুনিক যানবাহনের যাত্রা শুরু হলো।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর ২০২৫) বিকেল সাড়ে তিনটায় শ্রীমঙ্গলের পাঁচতারকা মানের গ্রান্ড সুলতান টি রিসোর্ট অ্যান্ড গলফ-এর সম্মেলন কক্ষে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিক্রয়কেন্দ্রের উদ্বোধন করেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।
এ সময় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার প্রায় ছয় শতাধিক অতিথি, স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
????
উদ্বোধনী বক্তব্যে কর্পোরেট দৃষ্টিভঙ্গি ও সামাজিক দায়বদ্ধতার ইঙ্গিত
অনুষ্ঠানে খাজা টিপু সুলতান বলেন, “শ্রীমঙ্গলকে আলাদাভাবে পরিচিত করতে গ্রান্ড সুলতান রিসোর্টের যাত্রা শুরু হয়েছিল। স্থানীয় মানুষের ভালোবাসা ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি আজ ঋণমুক্তভাবে পরিচালিত হচ্ছে। আমি এই এলাকার মানুষের প্রতি কৃতজ্ঞ, কারণ তাদের সহযোগিতায়ই আমার অধিকাংশ ব্যবসা সফলভাবে গড়ে উঠেছে।”
তিনি আরও জানান, তার প্রতিষ্ঠিত রশনি অটো রাইস মিল ও রশনি পলি ফাইবার মিল বর্তমানে সফলভাবে পরিচালিত হচ্ছে এবং উভয় প্রতিষ্ঠান ব্যাংক দায়মুক্ত হয়েছে। স্থানীয় বিনিয়োগের প্রসার ঘটাতে তিনি রশনি পলি ফাইবার মিলের ৫০ শতাংশ শেয়ার স্থানীয় বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত করার ঘোষণা দেন।
“যারা আমাদের সঙ্গে কাজ করতে চান, তারা যোগাযোগ করতে পারেন। আমি চাই স্থানীয় মানুষই স্থানীয় উন্নয়নের অংশীদার হোক,” — বলেন খাজা টিপু সুলতান।
⚡
ইলেক্ট্রিক স্কুটার: শ্রীমঙ্গলে টেকসই যাতায়াতের নতুন দিগন্ত
পরিবেশবান্ধব ও ব্যয়সাশ্রয়ী এই ইলেক্ট্রিক স্কুটার সেবা মূলত শ্রীমঙ্গলসহ মৌলভীবাজার জেলায় পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সহজ চলাচল নিশ্চিত করতে চালু করা হয়েছে।
খাজা টিপু সুলতান জানান, “শ্রীমঙ্গল পর্যটন এলাকা দেশি-বিদেশি পর্যটকে পরিপূর্ণ থাকে। তাদের সুবিধা ও স্থানীয় যাতায়াত ব্যবস্থার উন্নয়নের কথা চিন্তা করেই আমরা এই ইলেক্ট্রিক স্কুটারের বিক্রয় ও সার্ভিসিং সেন্টার চালু করেছি।”
প্রতিষ্ঠানের কর্মকর্তাদের বরাতে জানা গেছে,
এখানে নারী ও পুরুষ উভয়ের জন্য উপযোগী বিভিন্ন মডেলের স্কুটার পাওয়া যাবে;
ক্রেতারা নিজেদের পছন্দমতো রঙ ও ডিজাইন বেছে নিতে পারবেন;
বিক্রয়-পরবর্তী ফ্রি সার্ভিস ও পার্টস সরবরাহের সুবিধা থাকছে;
প্রতি স্কুটারে চার্জে ৮০–১০০ কিলোমিটার চলার ক্ষমতা রয়েছে, যা জ্বালানি খরচের তুলনায় ৭০% পর্যন্ত সাশ্রয়ী।
????
প্রেক্ষাপট: সবুজ জ্বালানি ও জাতীয় অর্থনীতিতে প্রভাব
বাংলাদেশে দ্রুত বর্ধনশীল ইলেক্ট্রিক বাইক ও স্কুটার বাজার দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও কার্বন নিঃসরণ হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
পরিবেশ অধিদপ্তরের তথ্যমতে, দেশে বর্তমানে প্রায় ২ লাখেরও বেশি ইলেক্ট্রিক টু-হুইলার ব্যবহৃত হচ্ছে, যার বেশিরভাগই গ্রামীণ ও শহরতলির এলাকায় জনপ্রিয়।
এই প্রেক্ষাপটে শ্রীমঙ্গলে এমন একটি সেবা কেন্দ্রের উদ্বোধন পর্যটন ও পরিবেশবান্ধব অর্থনীতিকে আরও গতিশীল করবে বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
????️
শ্রীমঙ্গলের অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রভাব
চা-বাগানের শহর শ্রীমঙ্গল ইতিমধ্যেই বাংলাদেশের অন্যতম পর্যটন ব্র্যান্ডে পরিণত হয়েছে। খাজা টিপু সুলতানের নেতৃত্বে গড়ে ওঠা ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো স্থানীয় কর্মসংস্থান ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ স্কুটার সেবা চালুর ফলে
পর্যটকদের জন্য স্থানীয় যাতায়াত সহজ হবে,
ট্রাফিক চাপ ও জ্বালানি খরচ কমবে,
এবং সবুজ পরিবহন ব্যবস্থার প্রসার ঘটবে।
????
“শেষ ঠিকানা শ্রীমঙ্গল”
উদ্বোধনী অনুষ্ঠানে খাজা টিপু সুলতান ব্যক্তিগত অনুভূতিও ভাগ করে নেন। তিনি বলেন, “আমি ঠিক করে রেখেছি, আমার শেষ ঠিকানাও হবে শ্রীমঙ্গল। এখানকার মানুষ, প্রকৃতি আর পরিবেশ আমার জীবনের অঙ্গ হয়ে গেছে। আমি নিজেকে ‘শ্রীমঙ্গলীয়ান’ বলতে গর্ববোধ করি।”
????
বিশ্লেষণ: সম্ভাবনা ও চ্যালেঞ্জ
বিশেষজ্ঞরা মনে করেন,
ইলেক্ট্রিক স্কুটার ব্যবসার সাফল্য নির্ভর করবে
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ,
চার্জিং স্টেশন সম্প্রসারণ,
এবং সাশ্রয়ী মূল্যের নিশ্চয়তার ওপর।
তবে খাজা টিপু সুলতানের মতো উদ্যোক্তাদের উদ্যোগ দেশীয় ই-মোবিলিটি বাজারকে আরও গতিশীল করতে ভূমিকা রাখবে।
সার্বিকভাবে, শ্রীমঙ্গলে ইলেক্ট্রিক স্কুটার বিক্রয় সেবার উদ্বোধন শুধু একটি ব্যবসা নয়—এটি পরিবেশ, পর্যটন ও স্থানীয় অর্থনীতির সমন্বয়ে এক নতুন অধ্যায় সূচনা করেছে।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি