ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামগঞ্জ বটতলীতে বিএনপির পথসভা

প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামগঞ্জ বটতলীতে বিএনপির পথসভা

Manual7 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি | লক্ষ্মীপুর, ১৮ নভেম্বর ২০২৫ : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লক্ষীপুর সদর উপজেলার ইসলামগঞ্জ বটতলী বাজারে বিএনপির উদ্যোগে একটি পথসভা অনুষ্ঠিত হয়েছে।

Manual7 Ad Code

শনিবার বিকেলে আয়োজিত এ পথসভায় স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতি ছিল উল্লেখযোগ্য।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষীপুর–২ আসনের সাবেক তিনবারের সংসদ সদস্য এবং বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া। পথসভায় তিনি স্থানীয় জনতার সঙ্গে মতবিনিময় করেন এবং আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিএনপিকে আবারও ক্ষমতায় আনার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মিজান ভূঁইয়া, লক্ষীপুর সদর পশ্চিম বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন পাটোয়ারী বিটু, চররুহিতা ইউনিয়ন বিএনপির সভাপতি নুরু হোসেন চৌধুরী আরজু, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম সবুজ, শাহাদাত হোসেন মনির, ৪ নম্বর ইউনিয়ন শ্রমিক দলের নেতা সাইফুদ্দিন ফয়সালসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী।

Manual6 Ad Code

এছাড়া অনুষ্ঠানে ছিলেন লক্ষীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম পাভেল, বাংলাদেশ প্রেসক্লাবের লক্ষীপুর জেলা শাখার সদস্য সচিব ও বিশেষ প্রতিনিধি মেহেদী হাসান রাসেলসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পথসভায় নির্বাচন পরিচালনার অংশ হিসেবে ইসলামগঞ্জ বটতলী বাজারে একটি নির্বাচন পরিচালনা ক্লাব উদ্বোধন করেন আবুল খায়ের ভূঁইয়া। এ সময় তিনি ক্লাবটির কার্যক্রম সম্পর্কে স্থানীয়দের অবহিত করেন।

পথসভা চলাকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষীপুর জেলা আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সঙ্গে আবুল খায়ের ভূঁইয়ার সৌজন্য সাক্ষাৎ হয়। তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময় করেন।

Manual6 Ad Code

আবুল খায়ের ভূঁইয়া তাঁর বক্তব্যে বলেন, “লক্ষীপুরের মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং উন্নয়ন-অগ্রযাত্রা নিশ্চিত করতে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়া অত্যন্ত জরুরি।” তিনি আগামী নির্বাচনে তরুণদের ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন।

Manual5 Ad Code

পথসভা শেষে নেতাকর্মীরা নতুন মসজিদ এলাকা, ইসা হাজী তেহমুনীসহ বাজার ও আশপাশের এলাকায় প্রচার কর্মসূচি পরিচালনা করেন। আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর পক্ষে ব্যাপক গণসংযোগ চালিয়ে যাওয়ার ঘোষণা দেন স্থানীয় বিএনপি নেতারা।

 

এ সংক্রান্ত আরও সংবাদ