লক্ষ্মীপুরে ধানের শীষের প্রার্থী এ্যানীর সমর্থনে বিএনপির মিছিল

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫

লক্ষ্মীপুরে ধানের শীষের প্রার্থী এ্যানীর সমর্থনে বিএনপির মিছিল

Manual4 Ad Code

মেহেদী হাসান রাসেল, বিশেষ প্রতিনিধি, লক্ষ্মীপুর | ১৮ নভেম্বর ২০২৫ : লক্ষ্মীপুরে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ধানের শীষের প্রার্থী, দলের যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির আহ্বায়ক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানীর পক্ষে শক্তিশালী শোডাউন করেছে।

Manual7 Ad Code

মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) বিকেলে শহরের উত্তর তেমুহনী এলাকা থেকে বিশাল মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দক্ষিণ তেমুহনী এলাকায় গিয়ে শেষ হয়।

Manual1 Ad Code

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ্যানী চৌধুরীর সমর্থনে এটি ছিল পৌর বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যতম বড় জনসমাবেশ। মিছিলে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে পুরো শহর এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

Manual5 Ad Code

পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটনের সভাপতিত্বে মিছিলে অংশ নেন সদর উপজেলা পূর্ব বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুন, সাধারণ সম্পাদক সৈয়দ রশিদুল হাসান লিংকন, জেলা শ্রমিক দলের সভাপতি সাইফুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সভাপতি অ্যাডভোকেট মহসিন কবির স্বপণ, সাধারণ সম্পাদক হারনুর রশিদ, জেলা ছাত্রদলের সভাপতি হাসান মাহমুদ ইব্রাহিম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন সংগঠনের শীর্ষ নেতারা।

মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী শুধু লক্ষ্মীপুরের সম্পদ নন, তিনি জাতীয় রাজনীতিরও গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব।” বক্তারা অভিযোগ করেন, অতীতে এ্যানী চৌধুরী এলাকার উন্নয়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন। তাই নির্বাচনে ধানের শীষ প্রতীকে তাকে বিজয়ী করার আহ্বান জানান তারা।

শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী লক্ষ্মীপুর–৩ আসনের দুইবারের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় রাজনীতির পরিচিত মুখ। নির্বাচনী মাঠে তার সক্রিয়তা ও গণসংযোগের কারণে আসনটিতে প্রতিদ্বন্দ্বিতা জমে উঠবে বলে রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে।

Manual4 Ad Code

আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে এই শক্তিশালী মিছিলকে স্থানীয় নেতারা ‘ভোটারদের আগ্রহ ও বিএনপির সাংগঠনিক সক্ষমতার বহিঃপ্রকাশ’ বলে মন্তব্য করেছেন।

 

এ সংক্রান্ত আরও সংবাদ