শ্রীমঙ্গল সরকারি কলেজে পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

প্রকাশিত: ৪:১০ অপরাহ্ণ, নভেম্বর ১৮, ২০২৫

শ্রীমঙ্গল সরকারি কলেজে পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে শিক্ষকদের কর্মবিরতি অব্যাহত

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১৮ নভেম্বর ২০২৫ : পদোন্নতি বঞ্চনার প্রতিবাদে শ্রীমঙ্গল সরকারি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা লাগাতার কর্মবিরতি পালন করছেন। টানা তিনদিন ধরে চলমান এ কর্মসূচির কারণে প্রতিষ্ঠানের নিয়মিত একাডেমিক কার্যক্রমে স্থবিরতা দেখা দিয়েছে। শিক্ষকদের অভিযোগ, সরকারি শিক্ষা ক্যাডারে দীর্ঘদিন ধরে পদোন্নতি প্রদান না করায় তাদের কর্মজীবনে মারাত্মক বৈষম্য ও হতাশা তৈরি হয়েছে।

Manual3 Ad Code

মঙ্গলবার (১৮ নভেম্বর ২০২৫) দুপুরে কলেজ ক্যাম্পাসে গিয়ে দেখা যায়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার প্রভাষক পরিষদ—শ্রীমঙ্গল সরকারি কলেজ ইউনিটের শিক্ষকরা ব্যানার-ফেস্টুন নিয়ে নীরব অবস্থান ও কর্মবিরতি পালন করছেন। কর্মসূচিতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা অংশ নিলেও ক্লাস কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।

বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. সাইফুল ইসলাম জানান, “আমরা এক যুগেরও বেশি সময় ধরে পদোন্নতি বঞ্চিত। আমাদের আগে কিংবা আমাদের পরবর্তী বিভিন্ন ক্যাডারের কর্মকর্তারা নিয়মিত পদোন্নতি পেলেও শিক্ষা ক্যাডারের পদোন্নতি বছরের পর বছর আটকে আছে। এতে শুধু আর্থিক ক্ষতি নয়, কর্মজীবনে প্রাপ্য মর্যাদাও ক্ষুণ্ণ হচ্ছে। তাই ন্যায়সঙ্গত অধিকার আদায়ে আমরা সারাদেশের মতো এখানেও কর্মবিরতি চালিয়ে যাচ্ছি।”

Manual4 Ad Code

তিনি আরও বলেন, কেন্দ্রীয় প্রভাষক পরিষদ সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে এবং সমস্যাটির সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে উদ্বুদ্ধ করার চেষ্টা করছে।

শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ মো. এবিএম মোখলেছুর রহমান শিক্ষক আন্দোলনের প্রতি সহমর্মিতা জানিয়ে বলেন, “আন্দোলনরত শিক্ষকদের দাবি যথার্থ। তারা দীর্ঘদিন ধরে পদোন্নতি থেকে বঞ্চিত। আশা করছি, একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ার আগেই সরকার পদক্ষেপ নেবে এবং বিষয়টির দ্রুত সমাধান করবে।”

কর্মসূচিতে অংশ নেওয়া অন্যান্য শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন প্রভাষক নাজমুল হাসান, মো. নুরুন্নবী, মো. ফজলুল হকসহ আরও অনেকে। তারা জানান, অবিলম্বে পদোন্নতির কাঠামোগত জটিলতা নিরসন না হলে কর্মবিরতি আরও কঠোর আকার ধারণ করতে পারে।

শিক্ষা ক্যাডারের আন্দোলন চলমান থাকায় দেশজুড়ে বিভিন্ন সরকারি কলেজেও একাডেমিক কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

Manual4 Ad Code

 

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ