সিলেট ১৫ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, আগস্ট ২৯, ২০২১
রাঙ্গামাটি, ২৯ আগস্ট ২০২১ : পার্বত্য অঞ্চলের প্রথম চিত্রশিল্পী প্রয়াত চুনিলাল দেওয়ানের একক চিত্র প্রদর্শনী উপলক্ষে জেলায় আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৯ অাগস্ট ২০২১) বিকেল সাড়ে ৫টায় শহরের কল্পতরু কনভেনশন সেন্টারে এ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
বাংলাদেশ এথনিক আর্টিস্ট ফোরামের সহযোগিতায় আয়োজিত ও জাতীয় চিত্রশিল্পী কনকচাপা চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত চিত্র প্রদর্শনীর উদ্বোধনী সভায় বক্তব্য রাখেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, জেলা প্রশাসক মো. মিজানুর রহমান, পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন,শিল্প সমালোচক মইনুদ্দিন খালেদ, শিল্পীপুত্র দেবী প্রসাদ দেওয়ান প্রমুখ।
চিত্র প্রদর্শনীর উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তেব্য দীপংকর তালুকদার এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতায় দেশের শিল্পী থেকে শুরু করে প্রতিটি সেক্টরের গুণি মানুষগগুলোকে মূল্যায়ন শুরু করা হয়।
তারই ধারাবাহিকতায় পার্বত্য চট্টগ্রামের গুণি চিত্রশিল্পী চুনিলাল দেওয়ানের শিল্পকর্মগুলো তুলে ধরার উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতে ও পার্বত্য চট্টগ্রামের গুণি মানুষদের কার্যক্রম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে রাঙ্গামাটিতে স্মৃতি গ্যালারি নির্মাণের ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি