টি হ‍্যাভেন রিসোর্টের পরিচালক ও পর্যটন সেবা সংস্থার সভাপতি আবু সিদ্দিক মোহাম্মদ মুসা আর নেই

প্রকাশিত: ৫:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২১

টি হ‍্যাভেন রিসোর্টের পরিচালক ও পর্যটন সেবা সংস্থার সভাপতি আবু সিদ্দিক মোহাম্মদ মুসা আর নেই

Manual8 Ad Code

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল, ১৯ সেপ্টেম্বর ২০২১ : শ্রীমঙ্গল উপজেলার দানশীল, জননন্দিত ও সকলের পরিচিত মুখ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, টি হ‍্যাভেন রিসোর্টের পরিচালক এবং পর্যটন সেবা সংস্থার সভাপতি আবু সিদ্দিক মোহাম্মদ মুসা আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।

Manual3 Ad Code

তিনি আজ রবিবার (১৯ সেপ্টেম্বর ২০২১) সন্ধায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকাস্থ স্কয়ার হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
তাঁর মৃত্যুতে শ্রীমঙ্গলে সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গন সহ সর্ব মহলে শোকের ছায়া নেমে আসে। সকলেই শোকাহত। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই শোক প্রকাশ করেছেন।

Manual6 Ad Code

উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি’র শোক

Manual5 Ad Code

মৌলভীবাজার রোডের বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক আবু সিদ্দিক মোহাম্মদ মুসা এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।
আজ এক শোক বার্তায় এমপি মহোদয়, মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

সৈয়দ অামিরুজ্জামানের শোক

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান। তাঁর মৃত্যুতে আরও শোক প্রকাশ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা শাখার সম্পাদক তাপস ঘোষ, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি দেওয়ান মাসুকুর রহমান ও সাধারণ সম্পাদক জালাল উদ্দীন এবং শ্রীমঙ্গল পৌর শাখার সভাপতি শেখ জুয়েল রানা ও সাধারণ সম্পাদক রোহেল আহমদ, বাংলাদেশ যুবমৈত্রীর শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি জামাল মুশরাফিয়া ও বাংলাদেশ ছাত্রমৈত্রীর মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক অজিত বোনার্জি।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code