আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন

প্রকাশিত: ১২:২৮ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন

Manual2 Ad Code

ঢাকা, ১৪ অক্টোবর ২০২১ : সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের বিভিন্ন জেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)এর সদস্যদের মোতায়েন করা হয়েছে। বুধবার থেকেই কাজ শুরু করেছে তারা।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৪ অক্টোবর ২০২১) বিজিবি’র পরিচালক (অপারেশন) লে. কর্ণেল ফয়জুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, জেলা প্রশাসনের চাহিদার প্রেক্ষিতে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে দুর্গা পূজার নিরাপত্তা রক্ষার্থে দেশব্যাপী বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করা হচ্ছে। এখন পর্যন্ত কুমিল্লা, ঢাকা বিভাগের নরসিংদী, মুন্সিগঞ্জসহ ২২টি জেলায় প্রয়োজনীয় সংখ্যক বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চাহিদা থাকলে রাজধানী ঢাকাতেও বিজিবি মোতায়েন করা হবে বলে জানান বিজিবি’র এ কর্মকর্তা।
বিজিবি সদস্যরা মন্দির ও এর আশপাশের এলাকায় টহল দিবে। অন্যান্য বাহিনীর সঙ্গে মাঠে থেকে তারা দায়িত্ব পালন করবে বলে জানান তিনি।

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code