সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন: ওয়ার্কার্স পার্টি 

প্রকাশিত: ২:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২১

সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিন: ওয়ার্কার্স পার্টি 

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ১৪ অক্টোবর ২০২১ : অদ্য বৃহস্পতিবার (১৪ অক্টোবর ২০২১) বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক সভা কমরেড রাশেদ খান মেননের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় কুমিল্লা নগরীর নানুয়া দীঘি এলাকায় একটি দুর্গাপূজার মন্ডপে পবিত্র কোরআন অবমাননার গুজবকে কেন্দ্র করে কুমিল্লা-চাঁদপুরসহ বিভিন্ন এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

Manual5 Ad Code

সভায় বলা হয়, ইতোপূর্বেও আমরা লক্ষ্য করেছি বিভিন্ন অজুহাতে মন্দির আক্রমণ, প্রতিমা ভাংচুর এখন ব্যাপকভাবেই ঘটছে, এমনকি লক্ষ্য করা যাচ্ছে সাম্প্রদায়িক বিভিন্ন ঘটনায় যুক্ত ব্যক্তিরা নির্বাচনে প্রার্থী হিসাবেও প্রতিদ্বন্দ্বিতা করছে। সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টির কৌশল হিসাবে কিছু গোষ্ঠী বার বার দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরী করছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি এই সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছে।
সভায় পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা ও পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড সুশান্ত দাস, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড নূর আহমেদ বকুল, কমরেড নজরুল ইসলাম হাক্কানি, কমরেড জ্যোতি শংকর ঝন্টু, কমরেড নজরুল ইসলাম নিলু, কমরেড হাজী বশিরুল আলম, কমরেড আলী আহমদ এনামুল হক এমরান প্রমুখ বক্তব্য রাখেন।

Manual8 Ad Code

 

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual3 Ad Code