স্বামী ও সন্তানকে জিম্মি করে নারী ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সম্মিলিত সামাজিক আন্দোলনের

প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২১

স্বামী ও সন্তানকে জিম্মি করে নারী ধর্ষণের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী সম্মিলিত সামাজিক আন্দোলনের

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক | ঢাকা, ২৩ ডিসেম্বর ২০২১ : সম্মিলিত সামাজিক আন্দোলনের সাধারণ সম্পাদক সালেহ আহমেদ এক বিবৃতিতে কক্সবাজার পর্যটন এলাকায় গতকাল সন্ধায় স্বামী ও সন্তানকে জিম্মি ও প্রাণনাশের হুমকী প্রদান করে গৃহবধুকে ধর্ষণের ঘটনার সংবাদে গভীর উদ্বেগ, নিন্দা ও জড়িতদের দ্রুত গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক কঠোর শাস্তি বিধানের দাবি জানান।

বিবৃতিতে আরও বলা হয়, পর্যটন শিল্প জাতীয় অগ্রযাত্রা ও সভ্যতার নিদর্শন আমাদের দেশের পর্যটনের রাজধানী কক্সবাজারে পর্যটকদের নিরাপত্তা বিধান করা না গেলে দেশের ভাবমূর্তির পাশাপাশি জাতীয় উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যহত হবে। কক্সবাজার সী-বিচের আন্তর্জাতিক যে খ্যাতি তা হারিয়ে গেলে দেশ বিপদগ্রস্থ হবে। পর্যটন শিল্পের সাথে দেশের কোটি কোটি অর্থ বিনিয়োগের পাশাপাশি এই শিল্পের সাথে জড়িত লক্ষ লক্ষ পরিবার ক্ষতিগ্রস্থ হবে। সেই বিবেচনা থেকে জিয়া গেস্ট হাউসের সংগঠিত নারী ধর্ষণের ঘটনার দ্রুত বিচার করার পাশাপাশি জড়িতদের দ্রুত গ্রেফতার করার দাবি জানাচ্ছি। একই সাথে আন্তর্জাতিক ও জাতীয়ভাবে পর্যটন শহর কক্সবাজারের ভাবমূর্তি ফিরিয়ে আনতে জাতীয় উদ্যোগ গ্রহণের দাবি জানাচ্ছি।

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ