সিলেট ২৮শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৩৯ অপরাহ্ণ, ডিসেম্বর ২৪, ২০২১
গাজীপুর, ২৪ ডিসেম্বর, ২০২১ : বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ শহীদুল্লাহ (বাসস) সভাপতি ও মাহবুবুর রহমান চৌধুরীকে (দৈনিক সমকাল) সাধারণ সম্পাদক করে টঙ্গী প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি (২০২২-২৩) গঠিত হয়েছে। ১১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির অপর সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. ওয়াজ উদ্দিন, সহ-সভাপতি শেখ মো. আজিজুল হক, সহ-সাধারণ সম্পাদক এম আর নাসির, সাংগঠনিক সম্পাদক লতিফ মোহাম্মদ হালিম, কোষাধ্যক্ষ আব্দুস সবুর খান, দপ্তর, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাকসুদ আহমাদ রবিন।
এছাড়া নির্বাহী সদস্য মো.জাকারিয়া চৌধুরী, মাহবুব তরফদার ও মাসুদ সরকার।
শুক্রবার (২৪ ডিসেম্বর ২০২১) বিকেলে টঙ্গী প্রেসক্লাব ভবনের কাশেম রানা মিলনায়তনে ক্লাবের আহ্বায়ক শাহজাহান সিরাজ সাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় আগামী দুই বছরের জন্য এ কমিটি গঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা শেখ মোহাম্মদ শহীদুল্লাহ (বাসস) সভাপতি ও মাহবুবুর রহমান চৌধুরী (দৈনিক সমকাল) সাধারণ সম্পাদকসহ টঙ্গী প্রেসক্লাবের নবগঠিত কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য, আরপি নিউজের সম্পাদক বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

সম্পাদক : সৈয়দ আমিরুজ্জামান
ইমেইল : rpnewsbd@gmail.com
মোবাইল +8801716599589
৩১/এফ, তোপখানা রোড, ঢাকা-১০০০।
© RP News 24.com 2013-2020
Design and developed by ওয়েব নেষ্ট বিডি