শ্রীমঙ্গলে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

প্রকাশিত: ১:১৮ অপরাহ্ণ, এপ্রিল ২৮, ২০২২

শ্রীমঙ্গলে পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ২৮ এপ্রিল ২০২২ : শ্রীমঙ্গলে জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত হয়েছে।
‘নিশ্চিত করি শোভন কর্মপরিবেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ’ শিরোনামের প্রতিপাদ্য নিয়ে বৃহস্পতিবার (২৮ এপ্রিল ২০২২) সকালে শ্রীমঙ্গলস্থ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উদ্যোগে দিবসটি পালন উপলক্ষে এক র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
এতে প্রধান অতিথি ছিলেন মৌলভীবজারের অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী হাসান।
অধিদপ্তরের উপমহা পরিদর্শক মো: মাহবুবুল হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় শ্রীমঙ্গলস্থ বিভাগীয় শ্রম দপ্তরের উপরিচালক নাহিদুল ইসলাম, বাংলাদেশীয় চা সংসদের সিলেট শাখার চেয়ারম্যান জিএম শিবলী, শ্রম পরিদর্শক মাহবুবুর রহমান ও শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী হাসান বলেন, সরকার শ্রমিক ও শ্রমিক সন্তানদের উন্নত সমৃদ্ধ জীবনমান উন্নয়নে নানামূখী কর্মসূচি হাতে নিয়েছে। এ জন্য তিনি কর্মক্ষেত্রে শ্রমিকদের স্বাস্থ্য ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার আহবান জানান।

 

এ সংক্রান্ত আরও সংবাদ