শ্রীমঙ্গলে নান্দনিক ‘ওয়াটারলিলি রিসোর্ট’-এর শুভ উদ্বোধন

প্রকাশিত: ৭:১২ অপরাহ্ণ, জুলাই ৪, ২০২২

শ্রীমঙ্গলে নান্দনিক ‘ওয়াটারলিলি রিসোর্ট’-এর শুভ উদ্বোধন

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৪ জুলাই ২০২২ : চায়ের রাজধানী খ্যাত পর্যটন শহর শ্রীমঙ্গলের হবিগঞ্জ রোডস্থ উত্তরসুর এলাকায় পাওয়ার গ্রীড সাব স্টেশনের পাশে অাকর্ষনীয় সাজে সজ্জিত নান্দনিক ‘ওয়াটারলিলি রিসোর্ট’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৪ জুলাই ২০২২) সন্ধ্যা ৭টায় ফিতা কেটে রিসোর্টের শুভ উদ্বোধন করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

Manual4 Ad Code


এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন, এডিশনার এসপি হাসান মোহাম্মদ রিকবদার, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ শামীম অর রশীদ তালুকদার, সাবেক পাপলিক প্রসিকিউটর এডভোকেট আজাদুর রহমান আজাদ, এমবি ক্লথ স্টোরের মালিক ডা.আব্দুল আহাদ, ওয়াটারলিলি রিসোর্টের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী প্রমুখ।

Manual1 Ad Code

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান; দৈনিক জবাবদিহি পত্রিকা’র শ্রীমঙ্গল প্রতিনিধি শামসুল ইসলাম শামীমসহ অন্যান্য শ্রেণি পেশার প্রতিনিধিরা।

Manual3 Ad Code

পর্যটন খাত ভিত্তিক উন্নয়ন কার্যক্রমে সম্পৃক্ত হয়ে দেশের অর্থনীতিতে অবদান রাখার নিমিত্তে প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি, চায়ের রাজধানী খ্যাত পর্যটন শহর শ্রীমঙ্গলের হাইল হাওরের পাশে হবিগঞ্জ রোডস্থ উত্তরসুর এলাকায় পাওয়ার গ্রীড সাব স্টেশন সংলগ্ন অাকর্ষনীয় সাজে সজ্জিত নান্দনিক ‘ওয়াটারলিলি ১০ বিঘা জমির উপর ইকো টাইপের এ রিসোর্টটি গড়ে তুলেছেন কয়েকজন উদ্দ্যোক্তা। এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী। এখানে রয়েছে দৃষ্টিনন্দন সুইমিং পুল, রেস্টুরেন্ট, ডাইনিং ও বিশাল পার্কিং স্পেস।
মনোরম পরিবেশে গড়ে ওঠা এই রিসোর্টে থাকার জন্য যোগাযোগ করুন। মোবাইল নাম্বার : 01712180150।
যেখানে রাতের শান্ত পরিবেশ ও হাইল হাওরের দখিনা হাওয়ায় বেড়াতে আসা পর্যটকদের অাকৃষ্ট ও মুগ্ধ করে তুলবে বলে ওয়াটারলিলি রিসোর্টের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী মনে করছেন।

এ ব্যাপারে এক প্রতিক্রিয়ায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথার বিশেষ প্রতিনিধি, অারপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ অামিরুজ্জামান বলেন, “দিন বদলের সনদ ভিশন-২০২১ বাস্তবায়নের মধ্যদিয়ে ইতিমধ্যে উন্নয়নশীল দেশে পদার্পণ করেছে বাংলাদেশ। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা-২০৩০ বাস্তবায়নের জন্য উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও পর্যটনশিল্পের ওপর অধিক গুরুত্ব আরোপ করা হয়েছে। টেকসই উন্নয়নের ১৭টি লক্ষ্যের মধ্যে তিনটি সরাসরি পর্যটনশিল্পের সঙ্গে সম্পৃক্ত। ২০১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী বিশ্ব অর্থনীতিতে পর্যটন অবদান রাখে ৮ দশমিক ৯ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্ব জিডিপিতে ১০ দশমিক ৩ শতাংশ অবদান। এই শিল্পের সঙ্গে সমগ্র বিশ্বে ৩৩০ মিলিয়ন মানুষ কর্মরত রয়েছে। সমগ্র বিশ্বে ১৫০ কোটি পর্যটক রয়েছে। অতএব প্রতি সাত জনে একজন পর্যটক।
বাংলাদেশের অভ্যন্তরীণ পর্যটকের সংখ্যা অভাবনীয় বৃদ্ধি পেয়েছে। ধারণা করা হচ্ছে বাংলাদেশে প্রায় ১ দশমিক ৫ কোটির উপরে অভ্যন্তরীণ পর্যটক সারা দেশে ভ্রমণ করে এবং ৪০ লাখের বেশি মানুষ এই শিল্পে কর্মরত রয়েছে। উল্লেখ্য যে এশিয়ার কয়েকটি দেশের আয়ের প্রধান উৎস পর্যটন। সিঙ্গাপুরের জাতীয় আয়ের ৭০ শতাংশ আসে পর্যটন থেকে, তাইওয়ানের আসে ৬৫ শতাংশ, হংকংয়ের ৫৫ শতাংশ, ফিলিপাইনের ৫০ শতাংশ এবং থাইল্যান্ডের ৩০ শতাংশ। বাংলাদেশের পর্যটন নীতিমালার আলোকে পর্যটনকে শিল্প হিসেবে স্বীকৃতি দেয়ায় এই খাতের সম্ভাবনা অনেক উজ্জ্বল। বৈশ্বিক পর্যটনশিল্পে বাংলাদেশেই সবচেয়ে বেশি কর্মসংস্থানমুখী। বর্তমান প্রেক্ষাপটে দারিদ্র্য দূরীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও গ্রামীণ অর্থনীতিকে চাঙ্গা করার জন্য গ্রামীণ পর্যটনশিল্পের উন্নয়ন একান্ত প্রয়োজন। টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি-২০৩০) অর্জন ত্বরান্বিত করতে সমবায়ভিত্তিক পর্যটন, গ্রামীণ পর্যটন, কমিউনিটি বেইজড ট্যুরিজম, জেলাভিত্তিক পর্যটন, সাংস্কৃতিক পর্যটন ও হাওর পর্যটন উন্নয়নের মধ্য দিয়ে অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনায় একতা-সাম্য ও সহযোগিতার প্রত্যয় বৃদ্ধি করে ক্ষুধা ও দারিদ্র্য মুক্ত অাধুনিক ও উন্নত বাংলাদেশ বিনির্মাণে পর্যটনশিল্প বাংলাদেশে জাতীয় উন্নয়নে বড় অবদান রাখতে পারে। সরকারি ও বেসরকারি উদ্যোগে পর্যটন খাতের উন্নতি ও প্রসার প্রয়োজন। পর্যটন এলাকা ও জেলা চিহ্নিত করে বিশেষ প্রণোদনায় অল্প সুদে ঋণের ব্যবস্থা করলে সমবায় পর্যটন, কমিউনিটি বেইজড পর্যটন আরো সম্প্রসারিত হবে।”

Manual1 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual5 Ad Code