যারা প্রগতির আহ্বানকে ভুল বুঝবে তারাই পিছিয়ে পড়বে

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, আগস্ট ৩১, ২০২২

যারা প্রগতির আহ্বানকে ভুল বুঝবে তারাই পিছিয়ে পড়বে

Manual7 Ad Code

পুলক ঘটক |

সংখ্যাগুরু বা সংখ্যালঘু হওয়া আসলে বড় বিষয় নয়। উন্নত মেধাবীরা চিরদিনই সংখ্যালঘু। তবুও তারাই সভ্যতার নেতৃত্ব দেয়; সমাজের নেতৃত্ব দেয়। হাতি গায়ে-গতরে বিশাল এবং অনেক শক্তিশালী। কিন্তু তার পিঠে চড়ে বেড়ায় ক্ষুদ্র দেহের মানুষ। কারণ হল মস্তিষ্ক; মানব মস্তিষ্ক। একশো ভেড়ার পালকে দাবড়িয়ে নিয়ে বেড়ায় একজন মাত্র রাখাল। কারণ মানব মস্তিষ্ক। মস্তিষ্কহীন, মুর্খ, অন্ধ, অনুভূতিকাতর ও পশ্চাৎপদ চিন্তার ধর্মছাগলদের লেজ পৃথিবী জুড়ে নাড়িয়ে বেড়াচ্ছে তারাই, যারা মেধায় ও প্রযুক্তিতে এগিয়ে। সংখ্যায় বহু হয়েও যারা আত্মঘাতি ও পশ্চাৎপদ হয় তারা টিকতে পারে না, টিকবে না।

সামনের কয়েক দশকে পৃথিবীর ইতিহাস হবে অন্য রকম। কিছু কিছু জাতি ও জনগোষ্ঠী আবারও বিপর্যয়ের কবলে পড়ার সম্ভাবনা আছে। যোগ্যরাই টিকবে এবং এগিয়ে যাবে।

Manual8 Ad Code

জ্ঞানবিজ্ঞানে, সংস্কৃতি চর্চায় ও সমাজ চেতনায় উন্নত হও বাঙালি। ধর্ম-ধর্ম খেলা বন্ধ কর। রাজনীতিকে ধর্মমুক্ত এবং ধর্মকে রাজনীতিমুক্ত কর। ধর্ম নিয়ে বাড়াবাড়ি বড় সমস্যা। একটার প্রতিক্রিয়ায় আরেকটা হয়। প্রতিক্রিয়ায়-প্রতিক্রিয়ায় আত্মবিনাশ ঘটে।

Manual5 Ad Code

সবচেয়ে বড় কথা, যদি পিছিয়ে পড়তে না চাও, যদি নিজেদের দুর্বল করতে না চাও, তবে ধর্মের নামে নারীকে সমাজের উপাঙ্গ বানিওনা। তারা সমাজের সম-ক্ষমতা সম্পন্ন অঙ্গ; উপাঙ্গ নয়। নারীদের অধিকারহীন, নির্ভরশীল, দুর্বল ও পুরুষের আশ্রিত বানিয়ে পিছিয়ে রেখোনা। তাহলে গোটা সমাজ ও গোটা জাতি পিছিয়ে পড়বে। পৃথিবীর দিকে তাকিয়ে দেখ, কারা বেশি এগিয়েছে এবং কারা ক্রমশ পিছিয়ে পড়ছে। যারা প্রযুক্তির গতি বুঝবে না, যারা প্রগতির আহ্বানকে ভুল বুঝবে তারাই পিছিয়ে পড়বে।

Manual7 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual8 Ad Code