ইরানের শিক্ষামন্ত্রী ডক্টর ফারুক্রু পার্সা: ঊনাশি সালে বিপ্লবের পর প্রথম যে মহিলাকে হত্যা করে আয়াতুল্লাহ খোমেনি

প্রকাশিত: ১:০৩ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২২

ইরানের শিক্ষামন্ত্রী ডক্টর ফারুক্রু পার্সা: ঊনাশি সালে বিপ্লবের পর প্রথম যে মহিলাকে হত্যা করে আয়াতুল্লাহ খোমেনি

Manual1 Ad Code

ইফতেখার জাহান |

১৯৭৯ সালের বিপ্লবের পর ইরানে প্রথম যে মহিলাকে আয়াতুল্লাহ খোমেনি হত্যা করে উনি ছিলেন ইরানের শিক্ষামন্ত্রী ডক্টর ফারুক্রু পার্সা। ৬৩ বছর বয়সী দুই সন্তানের জননী ডক্টর পার্সাকে ফায়ারিং স্কোয়াডে গুলি করে হত্যা করা হয় এবং একটা সাদা চাদরে মুড়িয়ে তার লাশকে ইরানের রাস্তায় রাস্তায় টেনে হিচড়ে প্রদর্শিত করা হয়। তিনি ছিলেন ইরানের প্রথম মহিলা মন্ত্রী এবং ইরানে নারীদের ভোটাধিকার আদায়ের প্রধান চালিকাশক্তি।

Manual7 Ad Code

মৃত্যুর আগে স্বল্পকালীন বন্দি দশায় তিনি একটা চিঠি লিখেছিলেন যেখানে তিনি বলেছিলেন “জোরপূর্বক পর্দায় আবৃত হয়ে লজ্জাস্কর ভাবে বেঁচে থাকার চেয়ে আমি আমার মৃত্যুকে খোলা হাতে আলিঙ্গন করতে প্রস্তুত আছি। আমি তাদের কাছে মাথা নত করতে রাজি নই যারা আমার গত ৫০ বছরের পুরুষ এবং নারীর সমানাধিকার আদায়ের প্রচেষ্টাকে অস্বীকার করতে বলছে। ইতিহাসের পাতায় আমি পেছনে ফিরে যাব না।”

Manual3 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual7 Ad Code