সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শ্রীমঙ্গলে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ১:২৯ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

সরকারের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শ্রীমঙ্গলে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

শ্রীমঙ্গল, ২১ জুন ২০২০: শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিএনপি নেতা এম ইদ্রিস অালীর নেতৃত্বে তথাকথিত কতিপয় সাংবাদিক কর্তৃক জননেত্রী শেখ হাসিনা ও অাওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে শ্রীমঙ্গলে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

অদ্য ২১ জুন ২০২০ রোববার দুপুর বেলা অাওয়ামী পরিবার কর্তৃক শ্রীমঙ্গল প্রেসক্লাবের সম্মুখে অায়োজিত উক্ত কর্মসূচিতে বক্তব্য দেন উপজেলা অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক সালেক অাহমদ, অাওয়ামী লীগ নেতা এনাম হোসেন চৌধুরী মামুন, পৌর যুবলীগের সভাপতি অাকবর হোসেন শাহীন ও সাধারণ সম্পাদক সালেহ অাহমদ চৌধুরী, যুবলীগ নেতা অাবু তালেব বাদশা ও বদরুল অালম শিপলু, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্র লীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সাবের অাহমদ, সাবেক ছাত্র লীগ নেতা রাহিদ, উপজেলা ছাত্র লীগের সভাপতি মসুদুর রহমান মসুদ, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্র লীগের সভাপতি সুজাত ও সাধারণ সম্পাদক উজ্জ্বল দেব, পৌর ছাত্র লীগের ভারপ্রাপ্ত সভাপতি কয়েস ও সাধারণ সম্পাদক অাবেদ হোসেন, ছাত্র লীগ নেতা রাজু দেব রাজুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়াও বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট।

বক্তারা শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিএনপি নেতা এম ইদ্রিস অালীকে শ্রীমঙ্গলে অবাঞ্ছিত ঘোষণা করেন। এবং অাগামী ২৪ ঘন্টার মধ্যে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল প্রেসক্লাবসহ উপজেলা ও পুলিশ প্রশাসনের প্রতি অাহবান জানান।

এ সংক্রান্ত আরও সংবাদ