শ্রীমঙ্গলে সাংবাদিক ইদ্রিস আলীকে অবাঞ্ছিত ঘোষণা

প্রকাশিত: ৩:৫৫ অপরাহ্ণ, জুন ২১, ২০২০

শ্রীমঙ্গলে সাংবাদিক ইদ্রিস আলীকে অবাঞ্ছিত ঘোষণা

Manual2 Ad Code

শ্রীমঙ্গল, ২১ জুন ২০২০ : শ্রীমঙ্গলে জেলা বিএনপির প্রচার সম্পাদক ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস অালীর নেতৃত্বে তথাকথিত কতিপয় সাংবাদিক কর্তৃক রাষ্ট্র ও সমাজ বিরোধী কার্যক্রম এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও অাওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে মিথ্যা ও অপপ্রচারের প্রতিবাদে শ্রীমঙ্গলে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

Manual2 Ad Code

এসময় প্রেসক্লাব সভাপতি বরাবর লিখিত অভিযোগ দেয় তারা।
অদ্য ২১ জুন ২০২০ রোববার দুপুর বেলা অাওয়ামী পরিবার কর্তৃক শ্রীমঙ্গল প্রেসক্লাবের সম্মুখে অায়োজিত উক্ত কর্মসূচিতে বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জিল্লুল আনাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী, উপজেলা অাওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুবলীগের সভাপতি বেলায়েত হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক ছালিক আহমেদ, পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তহিরুল ইসলাম মিলন, উপজেলা যুব লীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, পৌর যুবলীগের সভাপতি অাকবর হোসেন শাহীন ও সাধারণ সম্পাদক সালেহ অাহমদ চৌধুরী, সহ সভাপতি কামরুল হাসান দুলন, বদরুল অালম শিপলু, শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও যুবলীগ নেতা সাবের অাহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন রাহিদ, সভাপতি মসুদুর রহমান মসুদ, সাধারণ সম্পাদক রাজু দেব রিটন, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি খসরুল আলম সাধারণ সম্পাদক আবেদ হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমান সুজাত, সাধারণ সম্পাদক উজ্জ্বল কান্তি দাস প্রমুখ।
এছাড়াও বক্তব্য দেন শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বুলেট।
বক্তারা শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বিএনপি নেতা এম ইদ্রিস অালীকে শ্রীমঙ্গলে অবাঞ্ছিত ঘোষণা করেন। এবং অাগামী ২৪ ঘন্টার মধ্যে এর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীমঙ্গল প্রেসক্লাবসহ উপজেলা ও পুলিশ প্রশাসনের প্রতি অাহবান জানান।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ‘মৌলভীবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী শ্রীমঙ্গলে প্রগতি বিরোধী শক্তিকে একত্রিত করে রাষ্ট্র বিরোধী কার্যক্রম পরিচালনার জন্য সাংবাদিকতাকে ব্যবহার করছেন। তিনি কৌশলে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হয়ে একক স্বেচ্ছাচারী আধিপত্য বিস্তারের লক্ষে প্রেসক্লাবকে ব্যবহার করে দেশ বিরোধী অপকর্মে লিপ্ত রয়েছেন। এম ইদ্রিস আলী জামাত শিবিরের সাথে যোগসাজশে বর্তমান সরকারের বিরুদ্ধে গাড়িতে পেট্রল বোমা নিক্ষেপসহ বিভিন্ন দাঙ্গা হাঙ্গামায় জড়িত থাকায় ইতিপূর্বে একাধিক মামালায় আসামী অন্তর্ভুক্ত রয়েছেন। এ ছাড়াও শ্রীমঙ্গল প্রেসক্লাবকে ব্যবহার করে সাধারণ মানুষকে হুমকি ধমকি দিয়ে অবৈধ বালু উত্তোলন, পতিতা ব্যবসা, বন বিভাগ, মদের ডিপো ও অবৈধ ইজিবাইক ব্যবসায়ীদের কাছ চাঁদাবাজির মতো অপকর্ম চালিয়ে আসছেন। এমনকি প্রকাশ্যে সমবায় সমিতির নামে সুদের ব্যবসা করে সাধারণ মানুষের সহায় সম্বল হাতিয়ে নিচ্ছেন। পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকার বিরোধী উস্কানিমূলক বক্তব্য প্রকাশ করে তার অনুসারী বিভিন্ন সাংবাদিককে ইমেইলে সরকার বিরোধী বানোয়াট তথ্য এবং বিএনপির কার্যক্রম প্রকাশের জন্য প্রেরণ করে প্রচার করাতে বাধ্য করছেন। একই সাথে ধর্মীয় অনুভূতির উপর আঘাত আনার বিষয়ে প্রায়ই উস্কানিমূলক সংবাদ প্রকাশ করে শ্রীমঙ্গলে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন। তিনি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হয়ে প্রশাসনকে কাজে লাগিয়ে মুক্তিযুদ্ধের পক্ষের সাংবাদিকদের কোণঠাসা ও বহিষ্কার করে প্রেসক্লাবের দখলে নিয়েছেন। ইদ্রিস আলী শহরের এমন কোন খাত নেই যেখান থেকে চাঁদাবাজি করছে না। আর এসব কাজে তিনি শ্রীমঙ্গল প্রেসক্লাবকে ব্যবহার করছেন।’

এসময় প্রতিবাদ সমাবেশ থেকে এম ইদ্রিস আলীকে অসঞ্চিত ঘোষণা করেন। এবং সাংবাদিকতার মতো মহান পেশা ও ঐতিহ্যবাহী শ্রীমঙ্গল প্রেসক্লাব থেকে তাকে স্থায়ী বহিষ্কারের জন্য দাবী জানিয়ে লিখিত অভিযোগ দেন।

Manual3 Ad Code

এ বিষয়ে অভিযুক্ত প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এগুলো সত্যি নয়। প্রেসক্লাবে আমরা সবাই দলমত নির্বিশেষে মানুষের জন্য কাজ করি। এখানে সরকার বিরোধী কোন কার্যক্রম হয় না। আমি সরকার বা রাষ্ট্রবিরোধী কোন কাজের সাথে সম্পৃক্ত নই।’

Manual4 Ad Code

এ বিষয়ে শ্রীমঙ্গল প্রেসক্লাবের সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী বলেন, ‘শ্রীমঙ্গলের সাংবাদিকদের জন্য আজ কালোদিন। ব্যক্তিগতভাবে আমি চাঁদাবাজ পছন্দ করি না। সাংবাদিকতার নাম ব্যবহার করে চাঁদাবাজদের কখনোই এই প্রেসক্লাব প্রশ্রয় দেবে না। শ্রীমঙ্গল প্রেসক্লাবের একটি অতীত ঐতিহ্য আছে। এখানে দেশবরেণ্য সাংবাদিকরা সাংবাদিকতা করে গেছেন। সেই অতীত ঐতিহ্য একজন ব্যক্তির জন্য ম্লান হয়ে গেলো। আমাদের কাছে লিখিত অভিযোগ এসেছে। আমরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটি বসে সিদ্ধান্ত নিবো।’

Manual4 Ad Code

এ সংক্রান্ত আরও সংবাদ

 


Follow for More!

Manual1 Ad Code
Manual2 Ad Code