শ্রীমঙ্গলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি: সভাপতি লেদু ও সাধারণ সম্পাদক রাজা

প্রকাশিত: ১১:৩০ অপরাহ্ণ, জুলাই ১১, ২০২৩

শ্রীমঙ্গলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের নতুন কমিটি: সভাপতি লেদু ও সাধারণ সম্পাদক রাজা

বিশেষ প্রতিনিধি | শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ১১ জুলাই ২০২৩ : ‘সংস্কৃতির শক্তিতে জেগে উঠো বাংলাদেশ’-এই আহবান ও শ্লোগানকে সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শ্রীমঙ্গল উপজেলা শাখার প্রতিনিধি সম্মেলনে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (১১ জুলাই ২০২৩) রাতে উপজেলার টি হ্যাভেন রিসোর্ট মিলনায়তনে আবু সুলতান মো. ইদ্রিস লেদুকে সভাপতি ও দেবাশীষ চৌধুরী রাজাকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট উপজেলা কমিটি ঘোষণা করা হয়।

কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহসভাপতি বুলবুল আনাম, কাওছার ইকবাল, জহর তরফদার, তোফাজ্জল হোসেন ফয়েজ ও দেবব্রত দত্ত হাবুল; সহ সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ রায় ও অনতা শ্যাম; সাংগঠনিক সম্পাদক শ্যামল আচার্য্য, অর্থ সম্পাদক মো. তহিরুল ইসলাম মিলন, দফতর সম্পাদক ঝিনুক বৈদ্য, প্রচার ও প্রকাশনা অলক পাল, ফারুক আহম্মেদ চৌধুরী বাপ্পী, তথ্য ও গবেষণা অনিক ভট্টাচর্য্য সাজু, সদস্যরা হলেন মোমিনুল ইসলাম সোহেল, জহিরুল ইসলাম মিঠু, ইপা বড়ুয়া, কৌশিক ভট্টাচার্য্য ও দ্বীপ দত্ত আকাশ।

উপজেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে এ প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের মৌলভীবাজার জেলা শাখার সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে প্রতিনিধি সভায় প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি ঝুনা চৌধুরী। এছাড়াও বক্তব্য দেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সিলেট বিভাগীয় সমন্বয়ক সামসুল আলম সেলিম ও সিলেট স্বাস্থ্য বিভাগের অবসরপ্রাপ্ত পরিচালক ডা: হরিপদ রায় প্রমূখ।

সৈয়দ আমিরুজ্জামানের শুভেচ্ছা ও অভিনন্দন

‘সংস্কৃতির শক্তিতে জেগে উঠো বাংলাদেশ’-এই আহবান ও শ্লোগানকে সামনে রেখে সম্মিলিত সাংস্কৃতিক জোটের শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আবু সুলতান মো. ইদ্রিস লেদু ও সাধারণ সম্পাদক দেবাশীষ চৌধুরী রাজা সহ নবনির্বাচিত কমিটির সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক, ‘৯০-এর মহান গণঅভ্যুত্থানের সংগঠক, বাংলাদেশ ছাত্রমৈত্রীর সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য, জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মৌলভীবাজার জেলা সম্পাদক মন্ডলীর সদস্য, সাপ্তাহিক নতুন কথা’র বিশেষ প্রতিনিধি, আরপি নিউজের সম্পাদক ও বিশিষ্ট কলামিস্ট কমরেড সৈয়দ আমিরুজ্জামান।

এ সংক্রান্ত আরও সংবাদ