কন্যার এসএসসি রেজাল্ট ও আমার প্রতিক্রিয়া

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৩

কন্যার এসএসসি রেজাল্ট ও আমার প্রতিক্রিয়া

মনোজ দাস |

কন্যার ওপর সুতপা ও আমার গভীর আস্থা আছে। তার ক্লাসের পড়ালেখার সাথে সাথে শিল্প-সাহিত্য-সঙ্গীত- কবিতা চর্চা ও ছবি আঁকায় আমরা কখনো বাধা দেই নি।

সে সত্যজিতের ফেলুদা সমগ্র, শঙ্কু সমগ্র, গল্প ১০১, বিষয়: চলচ্চিত্র ইত্যাদি পড়েছে।
উপেন্দ্র কিশোর, সুকুমার রায়, লীলা মজুমদার, শরদিন্দু, সুনীলের বিখ্যাত উপন্যাসগুলি পড়ে ফেলেছে।

সবচেয়ে কম বয়সী অংশগ্রহণকারি হিসেবে তানভীর মোকাম্মেলের কাছ থেকে চলচ্চিত্রের ওপর প্রশিক্ষণ নিয়েছে। স্প্যানিশ ভাষা শেখার চেষ্টা করেছে।

সৈয়দ মুজতবা আলির লেখা, মানিকের কয়েকটি উপন্যাস, বিভূতিভূষণের কয়েকটি উপন্যাস, হুমায়ূন আজাদ, সৈয়দ ওয়ালিউল্লাহ, আর্থার কনান ডয়েলের শার্লক হোমস, জুল ভার্ন, শরৎ, রবীন্দ্রনাথের অনেক কিছুই পড়েছে।
আমার লেখা দ্বান্দ্বিক ও ঐতিহাসিক বস্তুবাদ পড়েছে। সুতপার নারী মুক্তি প্রসঙ্গে বইটি পড়েছে। সে এখন অনেক কিছুই দ্বান্দ্বিক ও শ্রেণি দৃষ্টিভঙ্গিতে ব্যাখা করার চেষ্টা করে।

তার রেজাল্ট নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম না। সে জিপিএ-৫ পেয়েছে। আমরা খুশি। আমরা তাকে পরিশীলিত মানুষ হয়ে মানুষের জন্য মানুষের পাশে দেখতে চাই।

এ সংক্রান্ত আরও সংবাদ